(Source: ECI/ABP News/ABP Majha)
PM Modi Dunlop Meeting LIVE: বাংলার কৃষক, শ্রমিক, যুবকদের উজ্জ্বল ভবিষ্যত দেবে বিজেপি, হুগলির জনসভায় মোদি
BJP Narendra Modi Dunlop Meeting LIVE Updates: সভামঞ্চে পৌঁছেছেন নরেন্দ্র মোদি। কিছুক্ষণের মধ্যে শুরু করবেন বক্তব্য। ভোটমুখী বঙ্গে কী বার্তা দেন মোদি, নজর সেদিকেই।
LIVE
Background
হুগলি: হুগলির সাহাগঞ্জে ডানলপ ময়দানে বিজেপি-র জনসভা। সভামঞ্চে পৌঁছেছেন নরেন্দ্র মোদি। কিছুক্ষণের মধ্যে শুরু করবেন বক্তব্য। ভোটমুখী বঙ্গে কী বার্তা দেন মোদি, নজর সেদিকেই।
PM Modi Dunlop Meeting LIVE: বাংলার কৃষক, শ্রমিক, যুবকদের উজ্জ্বল ভবিষ্যত দেবে বিজেপি, হুগলির জনসভা থেকে মোদি
আর নয় অন্যায়, আমরা আসল পরিবর্তন চাই। বাংলার কৃষক, শ্রমিক, যুবকদের উজ্জ্বল ভবিষ্যত দেবে বিজেপি। বঙ্গ সফরে এসে জানালেন মোদি।
PM Modi Dunlop Meeting: প্রশাসন গুণ্ডাদের আশ্রয় দেয়, অভিযোগ প্রধানমন্ত্রীর
অনাবাসীরা বিনিয়োগ করতে রাজি হলেও কীভাবে করবে ? সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি বন্ধ না হলে বাংলায় উন্নয়ন হবে না। প্রশাসন গুণ্ডাদের আশ্রয় দেয়। শুধু রাজ্যে কাট, কাট, কাট। কটাক্ষ মোদির
PM Modi Dunlop Meeting: সিন্ডিকেটের জন্য উন্নয়ন বন্ধ হয়েছে, কটাক্ষ মোদির
হুগলিতে জুটমিল, বড় বড় কারখানা ছিল, কিন্তু এখন কিছুই নেই। এখন কাজের খোঁজে অন্য রাজ্যে যেতে হয় বাংলার মানুষকে। বাংলা সিন্ডিকেটের হাতে চলে গেছে। সিন্ডিকেটের জন্য উন্নয়ন বন্ধ হয়েছে। বাংলায় ভাড়ায় বাড়ি নিতে গেলেও কাটমানি দিতে হয়।
PM Modi Dunlop Meeting LIVE: শুধু ক্ষমতার পরিবর্তন নয়, আসল পরিবর্তন চায় বিজেপি, জনসভা থেকে বার্তা মোদির
বাংলার মেয়েদের সঙ্গে অন্যায় করছে তৃণমূল সরকার। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, আসল পরিবর্তন চায় বিজেপি। জনসভা থেকে বার্তা মোদির।
PM Modi Dunlop Meeting: তৃণমূল সরকার গরিব মানুষকে পানীয় জল পর্যন্ত পৌঁছে দিতে পারে না, অভিযোগ মোদির
দূষিত জল থেকে শিশুদের বাঁচানো যায়। বাংলায় প্রায় দেড় কোটি পরিবারের মধ্যে শুধু ২ লক্ষ মানুষ পরিশোধিত জল পায়। দেশে ৩ কোটি মানুষ পরিশোধিত জল পায়। পাইপের মাধ্যমে পানীয় জল মাত্র ৯ লক্ষ পরিবার পায়। তৃণমূল সরকার গরিব মানুষকে পানীয় জল পর্যন্ত পৌঁছে দিতে পারে না। ঘরে ঘরে পানীয় জল পৌঁছতে ১৭০০ কোটি টাকা তৃণমূল সরকারকে দিয়েছে কেন্দ্র। কিন্তু মাত্র ৬০৯ কোটি টাকা খরচ করতে পেরেছে তৃণমূল সরকার। বাকি টাকা খেয়ে ফেলেছে তৃণমূল সরকার।