করোনা-পরিস্থিতি নিয়ে আজ সাত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
নীতি আয়োগ সদস্য ভি কে পল বলেন, "শীত আসছে, শ্বাসকষ্ট বাড়বে.... আগামী কয়েক মাস খুব কঠিন সময়"
নয়াদিল্লি: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৮৮ হাজার পেরিয়েছে। সামনে শীত আসছে।
কেন্দ্রীয় সরকারের তরফে সাংবাদিক বৈঠকে নীতি আয়োগের সদস্য পরামর্শ দিলেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চবনপ্রাশ, দুধ হলুদের মতো জিনিস খাওয়ার জন্য। নীতি আয়োগ সদস্য ভি কে পল বলেন, শীত আসছে, শ্বাসকষ্ট বাড়বে। কোভিড ফুসফুসকে আক্রমণ করে। আগামী কয়েক মাস খুব কঠিন সময়।
করোনা সঙ্কটের এই পরিস্থিতিতে আজ বুধবার সাত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিনের ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, পঞ্জাব ও দিল্লির মুখ্যমন্ত্রীরা।
ভার্চুয়াল এই বৈঠকে রাজ্যগুলির স্বাস্থ্যমন্ত্রীরাও উপস্থিত থাকতে পারেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশের মোট করোনা আক্রান্তের ৬৫ শতাংশ রয়েছে এই সাত রাজ্যে।