PM Modi: 'নয়া ভারত ঘর মে...' ফের চেনা সুর মোদির! একই কথা রাজনাথেরও
PM Modi in Rajasthan:এবার লোকসভা ভোটের ঠিক আগে রাজস্থানে মোদির গলায় ঠিক সেই সুর। সন্ত্রাসবাদের মোকাবিলায় কী করতে পারে ভারত, বলে দিলেন তিনি
চুরু, রাজস্থান: বালাকোটে ভারতীয় বায়ুসেনার হানা নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল গত লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) ঠিক আগে। সেই সময় লোকসভার নির্বাচনের প্রচারে বালাকোট বিমানহানা বিজেপির (BJP Lok Sabha Poll Campaign) নির্বাচনী প্রচারেও বারবার উঠে এসেছিল। সেই ঘটনা নিয়ে বারবার বিরোধিতা করে এসেছিল বিরোধী দলগুলি। তখন মোদির মুখে বারবার উঠে এসেছিল নতুন ভারতের কথা। যে নতুন ভারত সন্ত্রাসবাদীদের নিকেশ করতে তাদের ডেরায় গিয়ে হামলা চালাতে পারে।
এবার লোকসভা ভোটের ঠিক আগে রাজস্থানে মোদির (PM Modi on Indian Army) গলায় ঠিক সেই সুর। শুক্রবার রাজস্থানের চুরুতে বিজেপি প্রার্থী দেবেন্দ্র ঝাঝারিয়ার সমর্থনে আয়োজিত একটি সভায় ফের মোদি (Narendra Modi) বলেন, 'নয়া ভারত ঘর মে ঘুসকর মারতে হ্যায়।' পাশাপাশি মোদির বক্তব্য়ে ছত্রে ছত্রে কংগ্রেসকে নিশানা করে উঠে আসে সেনাদের প্রসঙ্গও। কংগ্রেস সবসময় দেশকে, সেনাকে অপমান করেছে বলে দাবি করেন মোদি। I.N.D.I.A জোটের দলগুলি যতদিন ক্ষমতায় ছিল ততদিন সেনার হাত বেঁধে রেখেছিল বলেও দাবি করেন মোদি। বিজেপিই সেনাদের সম্মান দিয়েছে বলেও বলেন মোদি। পাশাপাশি 'ওয়ান ব়্যাঙ্ক ওয়ান পেনশন' চালু করার বিষয়টিও শোনা যায় মোদির মুখে।
তোষণের অভিযোগ নিয়ে বারবার কংগ্রেসকে (PM Modi on Congres) নিশানা করে বিজেপি। এদিনও তার অন্যথা হয়নি। জাতীয় স্বার্থের বদলে তোষণকেই বারবার কংগ্রেস অগ্রাধিকার দিয়েছে বলেও দাবি করেন মোদি।
এদিন রাজস্থানের প্রচারে তিন তালাক রদ আইন থেকে লোকসভায় মহিলাদের জন্য সংরক্ষণের আইন পাশ করা বিষয়েও প্রচারে নিয়ে আসেন মোদি।
বাংলাতেও মোদি বারবার তুলে ধরেছিলেন গত ১০ বছরে বিজেপি সরকারের উন্নয়নের মার্কশিট। এদিন রাজস্থানেও বিজেপি সরকারের কাজকেই বারবার বক্তব্যে তুলে ধরেন মোদি। ১০ বছরে যা উন্নয়ন হয়েছে তা সবটাই ট্রেলার। আসল কাজ এখনও বাকি বলে দাবি করেন মোদি।
বিজেপির প্রচারের অন্য়তম হাতিয়ার পরিবারতন্ত্রের বিরোধিতা। তা নিয়ে মোদিকে সরাসরি আক্রমণ শানিয়েছিলেন লালু প্রসাদ যাদব। তারপর থেকেই মোদি তাঁর প্রচারে বারবার বলেছেন তাঁর কাছে পরিবার মানে কী। বাংলায় এসেও বারবার মোদি বলেছেন, 'আমার ভারত আমার পরিবার।' সেই একই কথা এদিনও রাজস্থানে বলেছেন মোদি।
রয়টার্সের একটি রিপোর্ট অনুযায়ী, CNN News 18-এ একটি সাক্ষাৎকার দেওয়ার সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও একই ভাবে বক্তব্য় রেখেছেন। যে সন্ত্রাসবাদীরা পাকিস্তানে পালিয়েছে, তাদের মারতে ভারতে সেদেশেও ঢুকতে পারে বলে হুমকি দিয়েছেন রাজনাথ। সম্প্রতি ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা একটি প্রবন্ধ প্রকাশ করেছিল। সেখানে দাবি করা হয়েছিল, ভারত সরকার ২০২০ সাল থেকে পাকিস্তানে ঢুকে ২০ জনকে মেরেছে, সবটাই বিদেশের মাটিতে ভারতবিরোধী সন্ত্রাসবাদীদের নিকেশের জন্য ভারত সরকারের ছক বলে দাবি করা হয়েছিল সেই রিপোর্টে। যদিও এই বিষয়ে ভারত ও পাকিস্তান কোনও সরকারের তরফেই কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
আরও পড়ুন: বাড়ি বন্ধক রেখে টাকা এনেছিলেন বাবা! সপ্তসিন্ধু জয়ের পথে আরও একধাপ এগোলেন সায়নী