PM Modi: আজ গুজরাতের সোমনাথে, শৌর্য যাত্রা-র যোগ দিলেন প্রধানমন্ত্রী, সোশ্যালে ছবি পোস্ট মোদির
PM Modi Gujarat Somnath Temple : চলতি বছরেই আধুনিক সোমনাথ মন্দির পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্ণ হবে, এই উপলক্ষে আজ গুজরাতের সোমনাথে, শৌর্য যাত্রা-র যোগ দিলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: সোমনাথ মন্দিরে প্রথম আক্রমণের হাজার বছর পার। আবার এ বছরেই আধুনিক সোমনাথ মন্দির পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্ণ হবে। এই উপলক্ষে আজ গুজরাতের সোমনাথে, শৌর্য যাত্রা-র যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মন্দির রক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমনাথ স্বাভিমান পর্বের অঙ্গ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনিয়ে সোশাল মিডিয়াতেও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে তিনি লিখেছেন, ১০২৬ সালে আক্রমণকারীদের দ্বারা ধ্বংস হওয়া সোমনাথ মন্দির পুনর্নির্মাণের দায়িত্ব পেয়েছিলেন বল্লভভাই প্যাটেল। সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, মন্দির পুনর্নির্মাণের পক্ষে ছিলেন না তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এমনকী, প্রশাসনের সর্বোচ্চ কর্তৃপক্ষকেও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে চাননি তিনি। প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ১৯৫১ সালের ১১ মে তৎকালীন রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদের উপস্থিতিতে, ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের দরজা।
सोमनाथ स्वाभिमान पर्व की शौर्य यात्रा में शामिल होकर अत्यंत गौरवान्वित हूं। इस अवसर पर मंदिर की रक्षा में अपने प्राणों की आहुति देने वाली मां भारती की अनगिनत वीर संतानों को श्रद्धांजलि अर्पित करने का सौभाग्य प्राप्त हुआ। उनका अदम्य साहस और पराक्रम देशवासियों को सदैव प्रेरित करता… pic.twitter.com/RV8YzRTLuP
— Narendra Modi (@narendramodi) January 11, 2026






















