Unified Pension Scheme : পেনশন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, 'উপকৃত হবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী'
Modi-Government: কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ ঘোষণা করেন, "এই স্কিমের জেরে উপকৃত হবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী।"
![Unified Pension Scheme : পেনশন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, 'উপকৃত হবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী' PM Narendra Modi led Cabinet approves Unified Pension Scheme 23 lakh central government employees will benefit Unified Pension Scheme : পেনশন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, 'উপকৃত হবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/24/82fd8767df015e801d5963c9530d9ff91724513552904170_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : চলতি বছরেই বিধানসভা ভোটে যাচ্ছে একটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল। তার আগে বড়সড় ঘোষণা কেন্দ্রের। নতুন পেনশন স্কিম (New Pension Scheme) নিয়ে অ-বিজেপি শাসিত রাজ্যগুলির প্রতিবাদের আবহেই ইউনিয়ন পেনশন স্কিম (Union Pension Scheme) চালু করল মোদি সরকার। কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ ঘোষণা করেন, "এই স্কিমের জেরে উপকৃত হবেন ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী।" আগামী বছর পয়লা এপ্রিল থেকে এই স্কিম লাগু করা হবে । তখন কর্মীরা NPS বা UPS-এর মধ্যে কোনও একটি অপশন বেছে নিতে পারবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা UPS-এর অনুমোদন দিয়েছে। যে স্কিমের লক্ষ্য সরকারি কর্মীদের Assured Pension, Assured Family Pension ও Assured Minimum Pension-এর ব্যবস্থা করা।
#WATCH | Union Minister Ashwini Vaishnaw says, "Today the Union Cabinet has approved Unified Pension Scheme (UPS) for government employees providing for the assured pension...50% assured pension is the first pillar of the scheme...second pillar will be assured family… pic.twitter.com/HmYKThrCZV
— ANI (@ANI) August 24, 2024
1. Assured Pension - এই স্কিমে সরকারি কর্মীদের অবসরের আগের ১২ মাস গড় বেসিক স্যালারির ৫০ শতাংশ পেনশন হিসাবে নিশ্চিত করা হবে। যাঁরা কর্মজীবনে ন্যূনতম ২৫ বছর অতিক্রম করে ফেলেছেন তাঁরা এই সুবিধা পাবেন।
2. Assured Family Pension: মৃত্যু হলে, পেনশনভুক্তের পরিবার শেষ যে পেনশন তোলা হয়েছে সেই পরিমাণের ৬০ শতাংশ পাবে।
3. Assured Minimum Pension: কেন্দ্রীয় সরকারের যেসব কর্মী ন্যূনতম ১০ বছর কাজ করেছেন তাঁদের অবসরের পর প্রতি মাসে ১০ হাজার টাকা করে পেনশন নিশ্চিত করা হবে।
বর্তমান যে পেনশন স্কিম রয়েছে সেই অনুযায়ী, কর্মীদের থেকে পেনশনের টাকা বাবদ কেটে নেওয়া নেওয়া হয় ১০ শতাংশ, কেন্দ্রীয় সরকার দেয় ১৪ শতাংশ। UPS-এর সঙ্গে সঙ্গে যা বেড়ে দাঁড়াবে ১৮ শতাংশে। কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ বলেন, 'কেন্দ্রীয় সরকারি কিছু কর্মী আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁরা বৈঠকে UPS-এর সঙ্গে ছিলেন। '
গত বছরেই সরকারি কর্মীদের পেনশনের বিষয়টি দেখার জন্য অর্থ সচিব টিভি সোমনাথনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিই ন্যাশনাল পেনশন স্কিমে বর্তমান যে পরিকাঠামো রয়েছে তাতে বদল আনার সুপারিশ করেছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)