Kolkata Metro: জুড়বে বৌবাজার, শনিবার ও রবিবার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এই রুটের মেট্রো পরিষেবা
ABP Ananda LIVE : শনিবার ও রবিবার সম্পূর্ণভাবে বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। শুক্রবার সন্ধের পর থেকে বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। সোমবার দেরিতে চালু হবে পরিষেবা, ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে খবর। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সঙ্গে জুড়বে বৌবাজার, সেইজন্য ফের ২ দিন বন্ধ থাকবে পরিষেবা। আগে ২ দফায় ৮ দিন বন্ধ ছিল ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা।
যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজের বাবাকে ফোন শিক্ষামন্ত্রীর
যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজের বাবাকে ফোন শিক্ষামন্ত্রীর। 'ফোনে দুঃখপ্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী ও তাঁর স্ত্রীও দুঃখিত বলে জানিয়েছেন ব্রাত্য বসু। FIR প্রত্যাহার করবেন কি না, ভেবে দেখবেন বলেছেন শিক্ষামন্ত্রী', কারও পদত্যাগ চাই না, পদের মর্যাদা চাই, মন্তব্য ইন্দ্রানুজের বাবার
পানাগড়কাণ্ডে এবার গ্রেফতার সুতন্দ্রার গাড়ির চালক
পানাগড়কাণ্ডে এবার গ্রেফতার সুতন্দ্রার গাড়ির চালক। সাদা গাড়ির চালক বাবলু যাদবের পরে অপর গাড়ির চালকও গ্রেফতার । বারবার বয়ান বদল, দুর্ঘটনার ৮দিনের মাথায় গ্রেফতার রাজদেও শর্মা। ধৃতের ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

















