PM Modi: অযোধ্যা থেকে ফিরেই বড় বার্তা মোদির, বললেন 'দেশবাসী পেতে চলেছেন..'
Modi Pradhanmantri Suryodaya Yojana : অযোধ্যা থেকে ফিরেই 'প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা' নিয়ে বড় ঘোষণা মোদির। কী বললেন প্রধানমন্ত্রী ?
নয়াদিল্লি: অযোধ্যা থেকে ফিরেই 'প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা' (Pradhanmantri Suryodaya Yojana) নিয়ে বড় ঘোষণা মোদির। রামমন্দির উদ্বোধনের দিনে ইতিমধ্য়েই যাবতীয় বিতর্কের যবনিকা টেনে এদিন প্রধানমন্ত্রী বলেছিলেন, রামমন্দিরের নির্মাণ নতুন তেজের জন্ম দিয়েছে।' আর এই শুভদিনেই সূর্যাস্তের পরেই ট্যুইটে 'আলোক' বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। এদিন অযোধ্যা থেকে ফিরেই দেশের এক কোটি নাগরিকের বাড়িতে Solar Roof Top System বসানোর লক্ষ্য বার্তা দিলেন মোদি (PM Modi)।
মূলত গ্রামীণ ভারতে এখনও বহু মানুষ এখনও বিদ্যুতের সুযোগ সুবিধা নিতে সক্ষম নন। কখনও সেটা পৌঁছে পারে না। কখনও সেটা আর্থিক কারণ হয়ে দাঁড়ায়। তবে প্রাকৃতিক যে শক্তিগুলিকে রুপান্তর ঘটিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তার মধ্যে জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ অনেকক্ষেত্রেই আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের ঘর অবধি পৌঁছয় না। এক্ষেত্রে সোলার সেল থাকলেও, সেটাও যথেষ্ট ব্যয়বহুল। কিন্তু সামনে লোকসভা ভোট। যার আভা সারা দেশেই ইতিমধ্যেই পড়েছে। গত বছরই ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবার (৩০০ ইউনিট পর্যন্ত) কথা উল্লেখ করেছিল পঞ্জাব সরকার। পাশাপাশি তেইশ সালে ঘরে ঘরে বিনামূল্যের বিদ্যুৎ পরিষেবার বার্তা দিয়েছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রীও। এবার পাখির চোখ লোকসভা নির্বাচন। ঠিক তার আগেই রাম মন্দিরের উদ্বোধন হল। আর এমন একদিনেই দেশবাসীকে বাড়ি বাড়িতে 'রাম-জ্যোতি' জ্বালিয়ে স্বাগত জানানোর আর্জি রেখেছিলেন। আর এবার দিনান্তে এবার 'প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা' নিয়ে বিশেষ বার্তা দিলেন মোদি।
सूर्यवंशी भगवान श्री राम के आलोक से विश्व के सभी भक्तगण सदैव ऊर्जा प्राप्त करते हैं।
— Narendra Modi (@narendramodi) January 22, 2024
आज अयोध्या में प्राण-प्रतिष्ठा के शुभ अवसर पर मेरा ये संकल्प और प्रशस्त हुआ कि भारतवासियों के घर की छत पर उनका अपना सोलर रूफ टॉप सिस्टम हो।
अयोध्या से लौटने के बाद मैंने पहला निर्णय लिया है कि… pic.twitter.com/GAzFYP1bjV
আরও পড়ুন, 'রাম মন্দিরের নির্মাণ আগুনকে নয়, নতুন তেজের জন্ম দিয়েছে', বার্তা প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী এদিন ট্যুইটে বলেন,'অযোধ্যা থেকে ফিরেই আমি বড় সিন্ধান্ত নিয়েছি। আমাদের সরকার 'প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা'-এর সূচনা করবে। দেশের ১ কোটি বাড়ির ছাদে সোলার ব্যবস্থা গড়ে তোলা হবে। এর মধ্য দিয়ে গরীব ও মধ্যবিত্তের বিদ্যুৎ-এর বিল কম হবে। এর পাশাপাশি শক্তি সম্পদের দিক থেকেও ভারত আত্মনির্ভর হবে । '