এক্সপ্লোর
আপত্তিকর মন্তব্যের অভিযোগে অভিনেত্রী পায়েল রোহাতগির বিরুদ্ধে মামলা দায়ের
পায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় যুব কংগ্রেস নেতা চর্মেশ শর্মা। মামলাটি রুজু করা হয়েছে তথ্য ও প্রযুক্তি আইনের ৬৬ ও ৬৭ ধারার আওতায়।

জয়পুর: মতিলাল নেহরুর পরিবার সম্পর্কে আপত্তিকর মন্তব্যের ভিডিও পোস্ট করার অভিযোগে রাজস্থান পুলিশ মামলা রুজু করল টিভি অভিনেত্রী তথা রিয়েলিটি শো স্টার পায়েল রোহাতগির বিরুদ্ধে। ভিডিওতে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্ত্রীকে অবমাননার অভিযোগও উঠেছে পায়েলের বিরুদ্ধে। পায়েলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় যুব কংগ্রেস নেতা চর্মেশ শর্মা। মামলাটি রুজু করা হয়েছে তথ্য ও প্রযুক্তি আইনের ৬৬ ও ৬৭ ধারার আওতায়। শর্মার দাবি, মতিলাল নেহরুর স্ত্রীর বদনাম করতে তাঁর সম্পর্কে মিথ্যা অভিযোগ তুলে মতিলালের সম্মানহানি করেছেন পায়েল, জওহরলাল নেহরুর স্ত্রীর চরিত্র নিয়েও আপত্তিকর, মিথ্যা অভিযোগ এনে তাঁরও মর্যাদাহানি করেছেন। এফআইআরে অভিযোগকারী যুব কংগ্রেস নেতা বলেছেন, ২১ সেপ্টেম্বর পোস্ট করা যে ভিডিওতে কুরুচিকর মন্তব্যগুলি করা হয়েছে, সেটি এখনও ফেসবুকে রয়েছে। তাতে আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে ছবি সহ আপত্তিকর কথা থাকায় অন্য সব দেশের সঙ্গে ভারতের সম্পর্কেরও ক্ষতি হতে পারে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















