Amrinder Singh Meets Shah: পদ্ম শিবিরে 'ক্যাপ্টেন'! অমিত সাক্ষাতে জল্পনা উসকে দিলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ
যার সঙ্গে অমরিন্দরের মূল বিরোধ সেই নভজোৎ সিংহ সিধুও গতকাল হঠাৎই পাঞ্জাব কংগ্রেসের প্রধান পদে ইস্তফা দিয়েছেন
নয়াদিল্লি : এবার কি হাতে পদ্মফুল তুলবেন 'ক্যাপ্টেন'! রাজনীতির অঙ্কে নতুন সমীকরণ জুড়ে গেল বুধবার সন্ধেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন পাঞ্জাবের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ। আর ক্যাপ্টেনের যে সাক্ষাতের পরই নতুন জল্পনা। এবার কী তাহলে 'হাত' শিবিরের চিন্তা বাড়িয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন অমরিন্দর। যদিও গোটা বিষয়ে মুখ খোলেনি কোনও পক্ষই। বরং বলা ভাল, সংবাদমাধ্যমকে এড়ানোর সচেষ্ট প্রয়াস চলেছে। তবে রাজধানীর রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, শুধু অমিত শাহ-ই নয় বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও সাক্ষাতের পরিকল্পনা রয়েছে অমরিন্দর সিংহের।
অমিত শাহের সঙ্গে সাক্ষাতে আলোচনার টেবিলে ঠিক কী ছিল তা জানতে আরও কিছু অপেক্ষা করতে হলেও সংবাদমাধ্যমে অমরিন্দরের সিংহের মুখপাত্র-র দেওয়া বার্তা জানাচ্ছে, দীর্ঘদিন ধরে চলতে থাকা কৃষক আন্দোলন নিয়ে কথা হয়েছে দুই নেতার মধ্যে। অমরিন্দরের পক্ষ থেকে কৃষি আইন নিয়ে বজায় থাকা জটিলতা দ্রুত সমাধান করার ও কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার কথা অমরিন্দর বলেছেন অমিতকে। রাজনৈতিক ওয়াকিবহাল মহল বলছে, এই একটা জায়গাতেই সম্ভবত আটকে ক্যাপ্টেনের দলবদল। কারণ, কেন্দ্রের কৃষি আইন বলবৎ করার পর থেকেই বিজেপির তীব্র বিরোধীতা করে এসেছে কংগ্রেস। অমরিন্দর চড়া সুরে আক্রমণ না শানালেও থেকেছেন কৃষকদের পাশেই। এই অবস্থায় আগামী বছর পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যদি তিনি কংগ্রেস বিরোধী দলের নামে লেখান সেক্ষেত্রে বড় ইস্যু হতে পারে কৃষক আন্দোলন।
এমনিতেই পাঞ্জাবের রাজনৈতিক ঘটনাপ্রবাহ গত বেশ কয়েকদিন ধরেই রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। যার শুরু অমরিন্দরের হঠাৎ ইস্তফা থেকেই। তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়ে জানিয়ে রেখেছিলেন, অনুগামীদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই পরবর্তী রাজনৈতিক কার্যকলাপ স্থির করবেন। যার সঙ্গে তাঁর মূল বিরোধ সেই নভজোৎ সিংহ সিধুও গতকাল হঠাৎই পাঞ্জাব কংগ্রেসের প্রধান পদে ইস্তফা দিয়েছেন। যা নিয়ে এমনিতেই বেশ রুষ্ট হাত শিবিরের হাইকমান্ড। অমরিন্দরের অমিত-সাক্ষাৎ যে তাদের সেই বিড়ম্বনা আরও কিছুটা বাড়াল, তা সহজেই অনুমেয়।
আরও পড়ুন- প্রকাশ্যে ফাটল! পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে হঠাৎই ইস্তফা দিলেন অমরিন্দর সিংহ
আরও পড়ুন- পঞ্জাবে ফের নাটকীয় ঘটনা, প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা সিধুর