Gujarat Assembly Election: গুজরাতে ফের ক্ষমতায় গেরুয়া শিবির? কী জানাচ্ছে সমীক্ষা?
Gujarat BJP: ২৭ বছরের ধারা অক্ষুণ্ণ রেখে, ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি? নাকি মোদির রাজ্যে বিজেপিকে টক্কর দেবে কংগ্রেস?
নয়া দিল্লি: সামনের মাসে গুজরাতে বিধানসভা ভোট (Gujarat Assembly Election)। কী হতে চলেছে সেখানকার ফলাফল? ২৭ বছরের ধারা অক্ষুণ্ণ রেখে, ফের ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি (BJP)? নাকি মোদির (Narendra Modi) রাজ্যে বিজেপিকে (BJP) টক্কর দেবে কংগ্রেস (Congress)? ফ্যাক্টর হয়ে উঠবে কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP)? দেখে নেওয়া যাক কী বলছে বিভিন্ন সংস্থার সমীক্ষা।
পয়লা ও ৫ ডিসেম্বর এই দু’দফায় ভোট হবে গুজরাতের ১৮২টি বিধানসভা আসনে। ১৯৯৫ থেকে টানা ২৭ বছর ক্ষমতায় থাকার পর বিজেপি কি এবারও গুজরাতের রাশ ধরে রাখবে? নাকি মোদির রাজ্যে মোদির দলকে চ্যালেঞ্জ দিতে পারবে কংগ্রেস? পাঞ্জাবের পর গুজরাতে কি চমক দিতে পারবে আম আদমি পার্টি? না কেজরিওয়ালের দল কংগ্রেসের ভোট কেটে বিজেপির সুবিধা করে দেবে?
সমীক্ষা কী জানাচ্ছে?
গুজরাতে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার পর কী ভাবছে সে রাজ্যের বাসিন্দারা? তার আভাস পেতেই সমীক্ষা চালিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম ও সমীক্ষক সংস্থা। ইন্ডিয়া টিভি-ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী, ১১৯টি আসন পেয়ে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ৫৯টি আসন। আম আদমি পার্টি ৩টি এবং অন্যান্য দল ১ টি আসনে জিততে পারে।
টাইমস নাও নবভারত ও ETG’র সমীক্ষা অনুযায়ী, গুজরাতের ১৮২টি আসনের মধ্যে ১২৫ থেকে ১৩০টি আসনে জিতে ফের ক্ষমতায় আসতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ২৯ থেকে ৩৩টি আসন। আম আদমি পার্টি ২০ থেকে ২৪টি এবং অন্যান্য দল ১ থেকে ৩টি আসন পেতে পারে।
আরও পড়ুন, 'কোনও উপায় নেই তাই ছাঁটাই, বিপুল টাকা খোয়াচ্ছে টুইটার', মন্তব্য 'চিন্তিত' ইলনের
টাইমস নাও নবভারত ও ETG’র সমীক্ষা অনুযায়ী, গুজরাতের ভোটে বিজেপি একাই পেতে পারে ৪৫ শতাংশ ভোট। প্রাপ্ত ভোটের নিরিখে কংগ্রেসকে টেক্কা দিতে পারে আম আদমি পার্টি। তারা ২৯ শতাংশ ভোট পেতে পারে। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ২১ শতাংশ ভোট। অন্যান্য দল পেতে পারে ৫ শতাংশ ভোট।
লোক পোলের সমীক্ষাও বলছে, ১১২টি আসন পেয়ে গুজরাতের ক্ষমতায় ফিরতে পারে বিজেপি। ৬১টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে থাকতে পারে কংগ্রেস। ৪টি আসনে জিততে পারে আম আদমি পার্টি। আর অন্যান্য দল পেতে পারে ৫টি আসন।
জি ২৪ এর সমীক্ষাতেও আভাস দেওয়া হয়েছে, গুজরাতে ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপিই। এই সমীক্ষা অনুযায়ী, মোদির রাজ্যে তাঁর দল পেতে পারে ১২৪ থেকে ১৩৯টি আসন। ৪২ থেকে ৫১টি আসন পেতে পারে কংগ্রেস। আম আদমি পার্টি জিততে পারে সর্বোচ্চ ৩টি আসনে।
শেষমেশ এই সব সমীক্ষার আভাস কি বাস্তবের সঙ্গে মিলল কিনা সেটা বোঝা যাবে ৮ ডিসেম্বর ফল ঘোষণার দিন।