Mamata on Khela Hobe Project: 'সারাদেশে খেলা হবে' নেতাজি ইন্ডোর থেকে ঘোষণা মমতার
১৬ অগাস্ট রাজ্যজুড়ে পালিত হবে খেলা হবে দিবস।
কলকাতা: বিধানসভা ভোটের সময় যে 'ছবি' ছিল প্রতীকী, নেতাজি ইন্ডোরে ফের ফিরল সেই ছবি। তবে পায়ের চোটের জেরে বিধানসভা ভোটের প্রচারের সময় হুইলচেয়ারে বসেই কর্মী-সমর্থকদের দিকে ফুটবল ছুঁড়ে দিতেন তিনি, এবারে মঞ্চের বিভিন্ন দিকে ঘুরে ঘুরে মঞ্চ থেকে ফুটবল ছুড়ে দিয়ে মেজাজে 'খেলা হবে' দিবসের সূচনা করলেন। রাজ্যজুড়ে ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালনের বার্তাও দিলেন তিনি। সোমবার নেতাজি ইন্ডোরে বঙ্গ ফুটবলের সর্বময় নিয়ামক সংস্থা আইএফএ-র অধীনে থাকা ক্লাবগুলিকে খেলার সাহায্যের জন্য ফুটবল উপহার দেওয়ার মাঝে রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার করে দিলেন তাঁর আগামী রাজনৈতিক লক্ষ্য। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'খেলা কিছুটা হয়েছে, আরও হবে। সারা দেশজুড়ে হবে।' ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস পালনের মাঝেও যে বার্তা দিয়েছিলেন তিনি। পাশাপাশি গান বেঁধে 'খেলা হবে' বার্তাকে আরও লোকের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন তিনি।
গত ২১ জুলাই কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখার মাঝে রাজ্যজুড়ে ১৬ অগাস্ট খেলা হবে দিবস পালন করার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো। বার্তা দিয়েছিলেন 'রাজ্যে রাজ্যে খেলা হবে'। যারপরই গত মাসের শেষে চারদিনের সফরে নয়াদিল্লি গিয়ে আগামী ২০২৪ লোকসভা ভোটের জন্য বিরোধী জোটের শলতে পাকানোর কাজও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে সফর শেষের আগে জাভেদ আখতার ও শাবানা আজমির সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। যেখানে বিখ্যাত গীতিকার জাভেদ আখতারের কাছে খেলা হবে নিয়ে একটা গান বাঁধার আবেদনও রাখেন তিনি। এদিন বাঙালির খেলার টান জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ফুটবলের খেলা হবে, ক্রিকেটের খেলা হবে, টেবিল টেনিস খেলা হবে, মোহনবাগানের খেলা হবে, ইস্টবেঙ্গলের খেলা হবে। এরকমভাবে একটা গান বাঁধা দরকার।' পাশাপাশি খেলা হবে দিবস কেন পালন করা দরকার সেই নিয়ে তাঁর সংযোজন, 'খেলা মানুষের মনে মুক্তির প্লাবন আনে, হাসি ফোটায়। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে হবে।'