![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
TMC-BJP Tussle : রাজ্য সদর দফতরের বাইরে বিক্ষোভ তৃণমূলের, গঙ্গাজল দিয়ে শুদ্ধকরণ বিজেপি কর্মীদের
Tripura Chaos : সায়ন্তন বসুর হুঁশিয়ারি, কাল থেকে আমরা কালীঘাটে গিয়ে হুজ্জুতি করলে ভাল হবে তো?
![TMC-BJP Tussle : রাজ্য সদর দফতরের বাইরে বিক্ষোভ তৃণমূলের, গঙ্গাজল দিয়ে শুদ্ধকরণ বিজেপি কর্মীদের Kolkata TMC Workers aggitation at BJP Party Office in Murlidhar Sen Lane BJP workers sprinkled Ganga Jal TMC-BJP Tussle : রাজ্য সদর দফতরের বাইরে বিক্ষোভ তৃণমূলের, গঙ্গাজল দিয়ে শুদ্ধকরণ বিজেপি কর্মীদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/22/6045d6ac5d8581cb0b800dd529ff9c24_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আবীর দত্ত, কলকাতা : ত্রিপুরায় সায়নী ঘোষ (Sayyoni Ghosh) গ্রেফতার হওয়ার প্রতিবাদে বিজেপির (BJP) রাজ্য দফতরে বিক্ষোভ দেখালেন তৃণমূল (TMC) কর্মী-সমর্থকরা। আর বেলা বাড়তেই নিজেদের পার্টি অফিসে গিয়ে গঙ্গাজল নিয়ে গোটা জায়গা শুদ্ধকরণ করলেন বিজেপির কর্মী-সমর্থকরা।
রাজ্যজুড়ে প্রতিবাদের পাশাপাশি ঘাসফুল শিবিরের সমর্থকরা সোমবার সকালে জড়ো হন মুরলীধর সেন লেনে। বেশ কিছুক্ষণ ধরে চলে তাদের বিক্ষোভ-অবস্থান। কড়া নিরাপত্তার জেরে অবশ্য যে বিক্ষোভের মাঝে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। ত্রিপুরা পুলিশকে ধিক্কার জানিয়ে স্লোগান দেন তৃণমূল কর্মীরা। বিপ্লব দেবের আমলে ত্রিপুরা বারবার রক্তাক্ত হচ্ছে বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়ে এলাকায় গার্ড রেল বসিয়ে দেয়।
বিজেপি কর্মী-সমর্থকরা রাজ্য সদর দফতরে আসার আগেই সেখান থেকে সরিয়ে দেওয়া হয় তৃণমূলের বিক্ষোভকারীদের। যদিও পার্টি অফিসে পৌঁছেই সোজা গঙ্গাজল নিয়ে বাইরে শুদ্ধকরণে নামেন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। বিজেপি নেতা সায়ন্তন বসুর (Sayantan Basu) কথায় তাদের রাজ্য সদর দফতরে এসে 'হুজ্জুতি' করেছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। পাশাপাশি সায়ন্তন বসুর হুঁশিয়ারি, 'কাল থেকে আমরা কালীঘাটে গিয়ে হুজ্জুতি করলে ভাল হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রাজ্যের বাইরে যেখানেই যাবেন, সেখানে আমাদের ২৫ জনকে কালো পতাকা নিয়ে পাঠিয়ে দিলে ভাল হবে তো?'
আরও পড়ুন- 'টেবিলের তলায় লুকোচ্ছে পুলিশ', ত্রিপুরায় পৌঁছে মন্তব্য অভিষেকের
প্রসঙ্গত, বৃহস্পতিবার ত্রিপুরায় পুরভোট। তার আগে রবিবার ত্রিপুরায় তুলকালাম ঘটে যায়। আগরতলায় থানা চত্বরে তৃণমূল নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। থানায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর খুনের চেষ্টার অভিযোগে সায়নীকে গ্রেফতার করে আগরতলা পূর্ব মহিলা থানার পুলিশ।
গ্রেফতার হওয়ার পর, ফেসবুক পোস্টে বিজেপিকে আক্রমণ করেন সায়নী ঘোষ। কুণাল ঘোষও বলেন, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, সেটা বানচাল করার জন্য বিজেপি এভাবে মরিয়া হয়ে উঠেছে। ত্রিপুরার মানুষ তৃণমূলকে ভোট দেবেন, বিজেপি হারার জায়গায় আছে। সেই জন্য সর্বশক্তি দিয়ে সন্ত্রাস করছে। যারা তাণ্ডব করেছে, তাদের গ্রেফতার করেনি। সায়নীকে তুলে এনে গ্রেফতার করা হয়েছে। ত্রিপুরার রাজ্যে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য অবশ্য বলেন, তৃণমূল বিজেপির হারের স্বপ্ন দেখতেই পারেন। কিন্তু তা বাস্তব হবে না।
আরও পড়ুন- সময় দিলেন না অমিত শাহ, দফতরের সামনে বিক্ষোভ তৃণমূল সাংসদদের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)