Goa : গোয়ায় চমক, তৃণমূলে যোগ দিলেন লিয়েন্ডার-নাফিসা
মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তাঁরা...
কলকাতা : গোয়ায় বড় চমক তৃণমূলের। দলে যোগ দিলেন লিয়েন্ডার পেজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি। এছাড়াও ঘাসফুল শিবিরে আজ নাম লেখান কংগ্রেসের নাফিসা আলি।
গোয়ায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে নাফিসা দলে যোগ দিয়েছেন বলে তৃণমূলের তরফে ট্যুইট করে জানানো হয়েছে। কলকাতায় জন্ম নাফিসা আলির। সাঁতারে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন নাফিসা মডেলিং ও অভিনয়ের সঙ্গেও যুক্ত ছিলেন। ২০০৪-এর লোকসভা ভোটে কংগ্রেসের টিকিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন নাফিসা আলি। ২০০৯-এ সমাজবাদী পার্টিতে যোগ দিয়ে উত্তরপ্রদেশের লখনউ থেকে ভোটে দাঁড়িয়ে হেরে যান নাফিসা। পরে ফিরে আসেন কংগ্রেসে। আজ মৃণালিনী দেশপ্রভুও তৃণমূলে যোগ দেন।
তিন দিনের সফরে গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে। গোয়ার দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল প্রত্যয়ী সুর । তিনি বলেন, "তৃণমূল কখনও আপস করে না, আমাদের পার্টি বিক্রি হওয়ার নয়, সাইনবোর্ড হওয়ার জন্য গোয়ায় আসিনি।"
তিনি বলেন, "ত্রিপুরাতে আমরা গেলে মারধর করা হচ্ছে। অসমে, উত্তর প্রদেশে আমার সাংসদদের ঢুকতে দেওয়া হচ্ছে না। গোয়ায় আমার পোস্টার বিকৃত করে দেওয়া হয়েছে। এরকম করলে তো ওরা মুছে যাবে।"
তিনি আরও বলেন,
- আমরা গণতন্ত্রে বিশ্বাসী, ১০ বছর আগে রেলমন্ত্রী থাকাকালীন গোয়া এসেছিলাম
- আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব উদ্বোধন করতে এসেছিলাম
- রেলমন্ত্রী থাকাকালীন আরও একবার এসেছিলাম
- কোঙ্কন রেলে অ্যান্টি কলিশন ডিভাইস চালুর সময় এসেছিলাম
- গোয়াতে নতুন সকাল আনতে হবে
- আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, অভিন্ন ভারতে বিশ্বাস করি
- আমিও গোয়ার সন্তান
- আমাকে বিমানবন্দরে কালো পতাকা দেখানো হয়েছে, আমি নমস্তে বলেছি
- তৃণমূল কখনও আপস করে না, আমাদের পার্টি বিক্রি হওয়ার নয়