Maharashtra Crisis: কেন উদ্ধবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন একনাথ শিণ্ডে?
Eknath Shinde: মুখ্যমন্ত্রী পদে আসন পাকা হওয়ার কথা প্রকাশ্যে আসতে তিনি জানিয়ে দেন যে বিজেপির সঙ্গেই ছিল শিবসেনার প্রকৃত জোট।
মুম্বই: মহারাষ্ট্রে (Maharashtra) মহা চমক বিজেপির (BJP)। আঘাড়ি জোটের সরকারের সঙ্গে কাজ করতে অসুবিধা হচ্ছিল এই মর্মে আগেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন একনাথ শিণ্ডে (Eknath Shinde)। উদ্ধব ঠাকরে (Uddhav Thackray) শিবিরের সঙ্গেও বাড়ছিল দূরত্ব। এবার সেই একনাথ শিণ্ডেকেই সমর্থন করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে সাহায্য করল বিজেপি।
উদ্ধব ঠাকরের সঙ্গে একনাথ শিণ্ডের ফাটল ক্রমেই দীর্ঘ হয়েছিল কংগ্রেস (Congress)-এনসিপির (NCP) সঙ্গে আঁতাতে। এদিন সেই কথাও জানিয়েছেন শিণ্ডে স্বয়ং। সূত্রের খবর ছিল, একনাথ শিণ্ডে যখন বিধায়কদের নিয়ে মুম্বই ত্যাগ করে বিধানসভায় আস্থা ভোটের মুখে দাঁড় করিয়েছিল উদ্ধব ঠাকরেকে, সেই সময় বালাসাহেব-পুত্রকে শর্তও দিয়েছিলেন একনাথ, এনসিপি কংগ্রেসের জোট ছেড়ে বিজেপির সঙ্গে জোট গড়ার কথা বলেছিলেন তিনি। যদিও পরবর্তীতে ফেসবুক লাইভে এসে কৌশলে শরদ পওয়ার এবং সনিয়া গাঁধীর প্রশংসা করেন উদ্ধব।
উদ্ধব ঠাকরে এও বোঝানোর মরিয়া চেষ্টা করেছেন, বাল ঠাকরের শিবসেনা এবং এখনকার শিবসেনার মধ্যে কোনও ফারাক নেই। হিন্দুত্বের আদর্শের সঙ্গে কোনও ধরণের সমঝোতা করেনি তাঁর নেতৃত্বাধীন শিবসেনা। যদিও সে কথা মানতে নারাজ শিণ্ডে শিবির। এদিন মুখ্যমন্ত্রী পদে আসন পাকা হওয়ার কথা প্রকাশ্যে আসতে তিনি জানিয়ে দেন যে বিজেপির সঙ্গেই ছিল শিবসেনার প্রকৃত জোট। বালাসাহেবের হিন্দুত্বকে এগিয়ে নিয়ে যাবেন তিনি।
আরও পড়ুন, ২ জুলাইয়ের মধ্যেই কি মহারাষ্ট্রে নতুন সরকার?
প্রসঙ্গত, আড়াই বছর আগে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে সংঘাতের জেরেই বিজেপি-শিবসেনা জোটে ভাঙন হয়েছিল। ২০১৯ এর বিধানসভা নির্বাচনে জিতে অর্ধেক মেয়াদের মুখ্যমন্ত্রিত্ব চেয়েছিলেন উদ্ধব ঠাকরে। যদিও সেই সময় উদ্ধবের দাবি মানেনি বিজেপি। আর এরপরই বিজেপিকে ছেড়ে এনসিপি-কংগ্রেসের সঙ্গে জোট গড়ে শিবসেনা। যা নিয়ে রাজনৈতিক মহলে শিবসেনার নীতি নিয়ে উঠেছিলে একাধিক প্রশ্ন। যদিও যে সব দূরে রেখেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন উদ্ধব ঠাকরে। এরপর আড়াই বছর পর সেই শিবসেনাকেই মুখ্যমন্ত্রিত্ব ছাড়ল বিজেপি।
উল্লেখ্য, শিবসেনার নেতৃবৃন্দের মধ্যে কে ‘আসল’, তা নিয়ে বিভাজন ক্রমশ স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছিল। সংখ্যাগরিষ্ঠতার জন্য তৎকালীন সময়ে এগিয়ে ছিলেন উদ্ধব ঠাকরে। ফলে কুর্সি পেয়েছেন তিনিই। কিন্তু সংখ্যাতত্ত্বের হিসেব কষেই বিদ্রোহী বিধায়কদের নিয়ে মুম্বই ছেড়ে গুয়াহাটিতে আশ্রয় নেয় শিণ্ডে শিবির। সূত্রের খবর অমিত শাহের সঙ্গে আলোচনাও করেন একনাথ। এরপর বুধবার উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী পদ থেকে সরে আসতে গোয়া হয়ে মহারাষ্ট্রে প্রবেশ করে একনাথ শিণ্ডে এবং তাঁর বিদ্রোহী বিধায়করা।