Maharashtra Crisis: ২ জুলাইয়ের মধ্যেই কি মহারাষ্ট্রে নতুন সরকার?
Maharashtra Political Crisis: আজ সকালে দেবেন্দ্র ফড়ণবীসের বাড়িতে বৈঠকে বসতে পারে বিজেপির কোর কমিটি। আজই গোয়া থেকে মুম্বইয়ে ফিরছেন একনাথ শিণ্ডে।
মুম্বই: মহারাষ্ট্রে সরকার গঠনের তোড়জোড় শুরু বিজেপির (BJP)। সূত্রের খবর, ২ জুলাইয়ের মধ্যে নতুন সরকার গঠন হতে পারে। মহারাষ্ট্রের (Mahashtra) মসনদ দখল নিয়ে পরবর্তী পদক্ষেপ স্থির করতে আজ সকালে দেবেন্দ্র ফড়ণবীসের (Devendra Fadnavis) বাড়িতে বৈঠকে বসতে পারে বিজেপির কোর কমিটি। আজই গোয়া থেকে মুম্বইয়ে ফিরছেন একনাথ শিণ্ডে (Ekanath Shinde)। সন্ধেয় শিণ্ডে শিবিরের সঙ্গে বিজেপির বৈঠকের সম্ভাবনা। মন্ত্রিসভায় বিজেপি ও শিণ্ডে শিবিরের ভাগাভাগি নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা। খবর সূত্রের।
অন্যদিকে, সুপ্রিম কোর্ট আস্থা ভোটের নির্দেশ দেওয়ার পরেই, গতকাল নাটকীয়ভাবে ফেসবুক লাইভে ইস্তফা দেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তারপর নিজেই গাড়ি চালিয়ে রাজভবনে যান ইস্তফাপত্র পেশ করতে। রাতে ছেলে আদিত্য ঠাকরেকে নিয়ে মন্দিরে পুজোও দেন উদ্ধব। 'মহা বিকাশ আঘাডি' জোটের মুখ্যমন্ত্রী হয়ে মসনদে বসেছিলেন মহারাষ্ট্রের (Maharashtra Political Crisis)। কিন্তু মাত্র আড়াই বছরই আসনে টিকে থাকতে পারলেন বালাসাহেব ঠাকরের কনিষ্ঠ পুত্র উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। দু'সপ্তাহ ব্য়াপী টানাপোড়েনের পর বুধবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন। ছাড়লেন বিধান পরিষদের সদস্যতাও। কিন্তু কোথাও কোও আফশোস নেই বলে জানিয়ে দিলেন উদ্ধব।
আফশোস উদ্ধবের:
শত্রুপক্ষের সঙ্গে লড়াই সম্ভব, কিন্তু নিজের লোকের সঙ্গে কঁহাতক লড়বেন বলে দিন কয়েক আগেই আক্ষেপ করতে শোনা গিয়েছিল উদ্ধবকে। ইস্তফাকালেও একই কথা শোনা গেল তাঁর মুখে। জানালেন, যাঁদের সব দিয়েছিলেন, নিজের হাতে বড় করেছিলেন, আজ তাঁরাই দূরে সরে গিয়েছেন। অথচ যারা পাশে থাকবে না ভেবেছিলেন, সেই এনসিপি, কংগ্রেস এবং শিবসৈনিকরাই দুঃসময়ে পাশে থেকেছেন বলে আত্মসন্তুষ্টির সুরও শোনা যায় তাঁর গলায়। মায়ানগরীতে বেড়ে ওঠা উদ্ধব খানিকটা সিনেমার কায়দাতেই বলে ওঠেন, "মুখ্যমন্ত্রিত্ব চলে যায় যাক। কোনও দুঃখ নেই। আমার কাছে শিবসেনা রয়েছে।" তাঁর এই কথায় বিষাদের ছায়া নামে এসেছে সাধারণ শিবসৈনিকদের মুখেও (Shiv Sena)। সুপ্রিম কোর্টে আস্থাভোট স্থগিতের আর্জি খারিজ হয়ে যাওয়ার পরই ফেসবুক লাইভে এসে উদ্ধব বলেন, "‘রিকশাচালকদেরও মন্ত্রী-সাংসদ করেছি। তাঁরাই ভুলে গিয়েছেন। যাঁদের বড় করেছি, ক্ষমতা পাওয়ার পরে তাঁরাই ভুলে গিয়েছেন। যাঁদের সব দিয়েছি, তাঁরাই আজ বিক্ষুব্ধ। যাঁরা কিছু পাননি, তাঁরাই এখন পাশে।"
আরও পড়ুন: রাত পোহালেই আস্থাভোট, তার আগে পদত্যাগ ঘোষণা উদ্ধবের