এক্সপ্লোর
Advertisement
WB Election 2021: ভোটে লড়লে ডোমজুড় থেকেই দাঁড়াব, মানুষই দেখিয়ে দেবে কে আপন আর কে বহিরাগত, বললেন রাজীব
শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে যোগ দিয়ে একের পর এক ছক্কা মারছেন, তখন সদ্য মন্ত্রিত্ব ছাড়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের দলবদলের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। এরই মধ্যে মঙ্গলবার ইঙ্গিতপূর্ণভাবে রাজীব জানিয়েছেন, ভোটে দাঁড়ালে ডোমজুড় থেকেই দাঁড়াবেন।
কলকাতা: শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে যোগ দিয়ে একের পর এক ছক্কা মারছেন, তখন সদ্য মন্ত্রিত্ব ছাড়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের দলবদলের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। এরই মধ্যে মঙ্গলবার ইঙ্গিতপূর্ণভাবে রাজীব জানিয়েছেন, ভোটে দাঁড়ালে ডোমজুড় থেকেই দাঁড়াবেন।
মঙ্গলবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ডোমজুড়ে একটি অনুষ্ঠানে যোদ দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, 'প্রজাতন্ত্র দিবসে বলছি, ভোটে লড়লে ডোমজুড় থেকেই দাঁড়াব। কারণ এখানকার মানুষের সঙ্গে আমার আত্মীক সম্পর্ক।'
কিন্তু প্রশ্নটা হল, কোন দলের হয়ে দাঁড়াবেন রাজীব বন্দ্যোপাধ্যায়? তৃণমূলের না বিজেপির? সদ্য মন্ত্রিত্ব ছেড়েছেন রাজীব। তবে তিনি এখনও সরকারিভাবে তৃণমূলেই রয়েছেন। গত ২১ জানুয়ারি রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন রাজীব৷ এর পরেই শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজীবকে ডোমজুড় থেকে ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুড়েছিলেন৷ ডোমজুড় বিধানসভা কেন্দ্রটি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে৷ এ দিন ডোমজুড়ে প্রজাতন্ত্র দিবসের একটি অনুষ্ঠানে গিয়ে রাজীব বলেন, 'ডোমজুড়ের মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক৷ আগামী দিনে ডোমজুড়ের মানুষ বুঝিয়ে দেবে কে তাঁদের পরিবারের সদস্য আর কে বাইরের লোক৷'
আত্মবিশ্বাসী রাজীব আরও বলেন, 'আমার মানুষের সঙ্গে যা সম্পর্ক আছে, তাতে আমি ডোমজুড়ের বাইরে বাংলার কোথাও দাঁড়াব না৷ আমি ডোমজুড়েই দাঁড়াব৷' রাজীব বন্দ্যোপাধ্যায় এখনও বিধায়ক পদ বা তৃণমূলের সদস্য পদ না ছাড়লেও তা সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে৷ এমনকী, এ মাসের শেষে অমিত শাহের বঙ্গ সফরের সময়ই তিনি হাওড়ায় বিজেপি-র মহা যোগদান মেলায় গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন বলে খবর৷ যদিও এ বিষয়ে এ দিনও স্পষ্ট করে কিছু বলেননি রাজীব৷ এমনিতেই সদ্য প্রাক্তন বনমন্ত্রীকে বিজেপিতে স্বাগত জানিয়ে রেখেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর মতো হেভিওয়েট নেতারা। তবে তিনি বিজেপি-তে যাচ্ছেন কি না, তা এখনও স্পষ্ট করেননি ডোমজুড়ের বিধায়ক৷ রাজীব কী করেন, তা দেখার অপেক্ষায় রাজনৈতিক মহল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement