WB Election 2021: নিজের বিবেককে নিজেকেই জবাব দিতে হবে, মিঠুনের বিজেপি যোগ প্রসঙ্গে মন্তব্য জয়ার
এদিন ব্রাত্য বসুর সমর্থনে রোড শো অংশ নেন জয়া বচ্চন।
কলকাতা : তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচারের মাঝে মিঠুন চক্রবর্তীকে নিশানা করলেন জয়া বচ্চন। কিছুদিন আগে ব্রিগেডের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন মহাগুরু। তারপর থেকে রাজ্যের একের পর এক কেন্দ্রে বিজেপির হয়ে প্রচার চালাচ্ছেন তিনি। মিঠুন প্রসঙ্গে জানতে চাইলে জয়া বচ্চন বলেন, ‘যার যা ইচ্ছা, বিশ্বাস সেই অনুযায়ী কাজ করতেই পারে।’ তারপরই জোড়েন, নিজের বিবেককে নিজেকেই জবাব দিতে হবে।’
গতকাল রাজ্যে পা দিয়ে তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মুখ খোলেন জয়া বচ্চন। বিকেলের দিকে যোগ দিয়েছিলেন অরূপ বিশ্বাসের রোড শো তে। এদিন ব্রাত্য বসুর সমর্থনে রোড শো অংশ নেন জয়া বচ্চন। যেখানে প্রচারের মাঝে জয়া বচ্চন বলেন, 'আমাদের সকলকে মিলে বাংলা ভাষা, বাংলার সম্মান, বাংলার সংস্কৃতিকে বাঁচাতে হবে। আর তার জন্য সবাইকে তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানাতে হবে। ভোট দিতে হবে। নির্বাচনী লড়াই নিজেদের অস্তিস্ত্বকে বাঁচিয়ে রাখার লড়াই।' 'আজেবাজে' লোক এসে বাংলার সংস্কৃতি, সম্মান নষ্ট করতে চাইছে বলেও তোপ দাগেন তিনি।
পাশাপাশি পুরোদমে ভোটের প্রচার করা নিয়ে জয়া বচ্চনের সংযোজন, 'বাংলার মাটিত এসে আগেও সমাজবাদী পার্টির হয়ে প্রচার করেছি। মাঝে অনেকদিন সুযোগ হয়নি। এবারে ফের সেই সুযোগ পেয়েই তাই ছুটে আসি। সমাজবাদী পার্টি তৃণমূলের সঙ্গে রয়েছে সেই বার্তা দিতেই এসেছি। আমার আসার আগে অখিলেশ বলেছেন, বাংলার এবারে তৃণমূলকে জেতাতেই হবে।'
iগতকাল তৃণমূল ভবনে বসে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মুখ খোলেন জয়া বচ্চন। তিনি বলেন একনায়কতন্ত্রের বিরুদ্ধে, গণতন্ত্র রক্ষার তাগিদে একা লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লড়াইকে সম্মান করি। এখানে অভিনয় করতে আসিনি। তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে বললেন জয়া বচ্চন। তৃণমূল কংগ্রেসের হয়ে এ রাজ্যে প্রচারে এসেছেন সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ জয়া বচ্চন। জয়া বচ্চন বলেছেন,‘মমতা ফের ক্ষমতায় এলে বাংলার আরও আরও বেশি উন্নতি হবে। কারণ দিদি যেটা করতে চান, সেই কাজটা উনি সম্পূর্ণ করবেনই।' একধাপ এগিয়ে জয়া বচ্চন আরও বলেছিলেন, ‘মমতাকে যাঁরা পছন্দ করেন না, তাঁদেরকে বলব লজ্জা লজ্জা।'