এক্সপ্লোর
Advertisement
নাগরিক পঞ্জি ও সিএবি সরকারের হাতে জোড়া অস্ত্র হয়ে উঠতে পারে, ট্যুইট প্রশান্ত কিশোরের
ট্যুইটে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী বিল নাগরিকত্ব অনুমোদন করবে, কারোর কাছ থেকে তা কেড়ে নেবে না। কিন্তু এ প্রসঙ্গে সত্যিটা হল, নাগরিক পঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী বিল সরকারের হাতে ভয়ঙ্কর জোড়া অস্ত্র হয়ে উঠতে পারে।
নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আবারও সরব হলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। ট্যুইটে তিনি লিখেছেন, নাগরিকত্ব সংশোধনী বিল নাগরিকত্ব অনুমোদন করবে, কারোর কাছ থেকে তা কেড়ে নেবে না। কিন্তু এ প্রসঙ্গে সত্যিটা হল, নাগরিক পঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী বিল সরকারের হাতে ভয়ঙ্কর জোড়া অস্ত্র হয়ে উঠতে পারে। এর ফলে শুধু বৈষম্য নয়, ধর্মের ভিত্তিতে মানুষের বিচার করা যাবে।
We are told that #CAB is bill to grant citizenship and not to take it from anyone. But the truth is together with #NRC, it could turn into a lethal combo in the hands of Government to systematically discriminate and even prosecute people based on religion.#NotGivingUp
— Prashant Kishor (@PrashantKishor) December 12, 2019
এর আগ্ও একাধিক নীতীশ কুমারের সংযুক্ত জনতা দলের সমালোচনা করেন রাজনীতিক-ভোটকুশলী প্রশান্ত কিশোর। নাগরিকত্ব সংশোধনী বিলে দলের নেতারা সমর্থন জানানোয় তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। তিনি ট্যুইট করেন, ‘যে নাগরিকত্ব বিল ধর্মের নিরিখে মানুষের অধিকার বিচার করে, জেডিউ-কে তাতে সমর্থন জানাতে দেখে আমি হতাশ। দলের সংবিধানের প্রথম পাতাতেই যেখানে তিন বার ধর্ম নিরপেক্ষ কথাটির উল্লেখ রয়েছে, দলের নেতারা যেখানে গাঁধীর আদর্শে অনুপ্রাণিত, এই সিদ্ধান্ত সেখানে বেমানান।’
Disappointed to see JDU supporting #CAB that discriminates right of citizenship on the basis of religion.
It's incongruous with the party's constitution that carries the word secular thrice on the very first page and the leadership that is supposedly guided by Gandhian ideals.
— Prashant Kishor (@PrashantKishor) December 9, 2019
লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশের জন্য ভোটাভুটি শুরু হলে তাতে সমর্থন জানান জেডিইউ সাংসদরাও। দলের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তানে নিপীড়িত সংখ্যালঘু অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে বিলে। তাই সেটিতে সমর্থন জানাবেন তাঁরা।দলের এই সিদ্ধান্ত নিয়ে তখনও একইরকম অসন্তোষ প্রকাশ করেছিলেন ভোটকুশলী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement