এক্সপ্লোর
৭ নভেম্বরের মধ্যে সরকার গঠন না হলে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন, বললেন বিজেপি নেতা
স্থানীয় একটি টিভি চ্যানেলকে তিনি বলেছেন, দেওয়ালির উতসব চলছে, সেজন্যই শিবসেনা, বিজেপির আলোচনায় দেরি হচ্ছে। তবে দু-একদিনেই তা শুরু হচ্ছে। তিনি বলেন, মহারাষ্ট্রের মানুষ কোনও দলের পক্ষে নয়, মহায়ুতি (বিজেপি, শিবসেনা ও অন্য দলগুলির জোট)-র অনুকূলে রায় দিয়েছেন। আমাদের জোট ফেভিকল বা অম্বুজা সিমেন্টের চেয়েও শক্তিশালী।

মুম্বই: ৭ নভেম্বরের মধ্যে নতুন সরকার গঠন না হলে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলে জানালেন বিজেপি নেতা সুধীর মুঙ্গান্তিওয়ার। মুম্বইয়ে শিবসেনা, বিজেপির ক্ষমতা বন্টনের ইস্যুতে মতভেদ না কাটায় সরকার গঠন নিয়ে জটিলতা বহাল রয়েছে। চলতি বিধানসভার মেয়াদ ৮ নভেম্বর শেষ হচ্ছে। এই প্রেক্ষাপটেই রাজ্যের অর্থমন্ত্রী মুঙ্গান্তিওয়ার এই সম্ভাবনার কথা জানিয়েছেন। স্থানীয় একটি টিভি চ্যানেলকে তিনি বলেছেন, দেওয়ালির উতসব চলছে, সেজন্যই শিবসেনা, বিজেপির আলোচনায় দেরি হচ্ছে। তবে দু-একদিনেই তা শুরু হচ্ছে। তিনি বলেন, মহারাষ্ট্রের মানুষ কোনও দলের পক্ষে নয়, মহায়ুতি (বিজেপি, শিবসেনা ও অন্য দলগুলির জোট)-র অনুকূলে রায় দিয়েছেন। আমাদের জোট ফেভিকল বা অম্বুজা সিমেন্টের চেয়েও শক্তিশালী। শীঘ্রই নতুন সরকার গঠন হয়ে যাবে বলে আশা প্রকাশ করেও তিনি বলেন, নতুন সরকারকে নির্ধারিত সময়সীমার মধ্যেই বসতে হবে, নইলে রাষ্ট্রপতির হস্তক্ষেপ হবে। ওই সময়সীমার মধ্যে সরকার গঠন সম্পূর্ণ না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। শিবসেনার আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী পদের দাবিতে গোঁ ধরে থাকাই সরকার গঠনের পথে প্রধান অন্তরায় বলে উল্লেখ করেন মুঙ্গান্তিওয়ার। বিজেপি ওই দাবি মানবে কিনা, জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা ইতিমধ্যেই দেবেন্দ্র ফঢ়নবিশের নাম ঘোষণা করে দিয়েছি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















