Amit Shah Pansar Visit: ২০২৪-এ আসছেন মোদি, এবারও প্রত্যয়ী অমিত শাহ
অন্য কোনও নেতা এই কাজ করতে পারেননি।বিশ্ব নেতাদের মধ্যে নজির সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী। ২০২৪ -এর লোকসভা নির্বাচনে কেন নরেন্দ্র মোদিই জিতবেন, কারণ বোঝালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
গাঁধীনগর: ২০২৪-এর লোকসভা নির্বাচনে ফের জিতবেন নরেন্দ্র মোদি। গুজরাতের গাঁধীনগরে দাঁড়িয়ে এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির 'সেকেন্ড ইন কমান্ড'-এর মতে, বিশ্ব নেতাদের মধ্যে ইতিমধ্যেই নজির সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী। যা অন্য কোনও নেতা করতে পারেননি।
লোকসভা নির্বাচনের এখনও ঢের দেরি। তার আগেই শুরু হয়ে গিয়েছে ২০২৪ সালের 'সলতে পাকানোর কাজ'।বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকারকে হঠাতে একযোগে সরব হচ্ছে বিরোধীরা। সাম্প্রতিক উত্তরপ্রদেশ, পঞ্জাব ও বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনকেই লোকসভার সেমিফাইনাল ধরছে অপজিশন। সেই হিসাবে চলছে প্রস্তুতি। যদিও সেইসব মাথায় আনছে না বিজেপি ব্রিগেড। উল্টে গুজরাতের পানসরে দাঁড়িয়ে তৃতীয়বার দিল্লিতে ক্ষমতায় আসার দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিন অমিত শাহ বলেন, ''গতকালই সরকারি অফিসে জনপ্রতিনিধি হিসাবে টানা ২০ বছর থাকার নজির গড়েছেন প্রধানমন্ত্রী। বিশ্বের কোনও নেতাই একটানা এত বছর নির্বাচন জিতে পদে থাকেননি। গণতান্ত্রিক দেশে নেতাদের পদ থেকে সরানোর ক্ষমতা থাকে জনতার ওপর। তা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে প্রতিনিয়ত জনগণের সেবায় কাজ করে চলেছেন নরেন্দ্র মোদি। ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। গতকাল ২০২১ সালের ৭ অক্টোবর গেছে। সময় পেরিয়ে এখন মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। ২০২৪ সালেও ফের নির্বাচিত হবেন নরেন্দ্র মোদি।"
একদিনের সফরে গুজরাতে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গাঁধীনগরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের চায়ের দোকানের উদ্বোধন করেছেন তিনি। এদিন পানসরে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেরও উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লির রাজনৈতিক মহল বলছে, টানা ১৫ বছর গুজরাতে বিজেপি ক্ষমতায় থাকায় প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইতে শুরু করেছে। সেখানে নিজেদের রাজনৈতিক লাভ তোলার মরিয়া চেষ্টা চালাচ্ছে কংগ্রেস। নিজে গাঁধীনগর লোকসভার সাংসদ শাহ। তাই গুজরাত বিধানসভা নির্বাচনের আগে কোনও ধরনের ঝুঁকি নিচ্ছেন না তিনি। দিল্লির পাশাপাশি এখন তাঁর নিজের রাজ্যের ব্যাটনও তুলে নিয়েছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি।
আরও পড়ুন : Post Office Scheme: ৫০,০০০ একবার বিনিয়োগ করে পান ৩,৩০০টাকা
আরও পড়ুন : Post Office Withdrawal Rules: টাকা তোলার নিয়ম বদলাচ্ছে পোস্ট অফিস, আপনার লাভ না ক্ষতি ?