(Source: ECI/ABP News/ABP Majha)
India on Vaccination: অতিরিক্ত টিকা ফেরত দিতে হবে, বেসরকারি কেন্দ্রগুলিকে নির্দেশ সরকারের
এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার
কলকাতা: অতিরিক্ত টিকা কেন্দ্রকে ফিরিয়ে দিতে হবে। বেসরকারি টিকাকরণ কেন্দ্রগুলিকে এই নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামীকালের মধ্যেই ফেরত দিতে হবে এই টিকা। তৃতীয় দফার টিকাকরণ শুরুর আগে নির্দেশিকা কেন্দ্রের।
১ মে, শনিবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে তৃতীয় দফার টিকাকরণ। এবার টিকা দেওয়া হবে ১৮ ঊর্ধ্বদের। এবার থেকে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার অনুমোদিত কেন্দ্রেই টিকাকরণ হবে বলে জানানো হয়েছে। এদিন নির্দেশিকায় কেন্দ্র জানিয়েছে, যে অতিরিক্ত টিকা রয়েছে তা ৩০ এপ্রিলের মধ্যে ফেরত দিতে হবে। যেখান থেকে স্টক আনা হয়েছিল সেখানে সংশ্লিষ্ট টিকা ফেরত দেওয়া হবে।
পরিস্থিতিতে দ্রুত করোনা মোকাবিলায় কেন্দ্র সিদ্ধান্ত নেয়, রাজ্য এবং বেসরকারি হাসপাতালগুলি সরাসরি টিকা উৎপাদনকারী সংস্থাগুলির কাছ থেকে ডোজ কিনতে পারবে। তরুণ প্রজন্মের মধ্যে টিকাকরণের জন্য সিরামের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিনের ৫০ শতাংশ পর্যন্ত কিনতে পারবে রাজ্য ও বেসরকারি হাসপাতালগুলি। বাকি অর্ধেক অংশ পাবে কেন্দ্র।
কেন্দ্র বলেছে, এখনও পর্যন্ত কতগুলি বেসরকারি কেন্দ্রে টিকাকরণ হয়েছে, কত টিকা তাদের দেওয়া হয়েছে, কত টিকা অতিরিক্ত এবং কত টিকা ৩০ এপ্রিল দেওয়া হবে তার তালিকা তৈরি করতে হবে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে এই তালিকা তৈরি করতে বলা হয়েছে। ইতিমধ্যে রাজ্য বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশ দিয়েছে পরবর্তী দফায় টিকা মজুত করার আগে টিকাকরণ সম্পূর্ণ হয়েছে তা নিশ্চিত করতে হবে।
কোভিশিল্ডের পর এবার দাম কমল কোভ্যাকসিনের। গতকালই গতকালই সমালোচনার মুখে কোভিশিল্ডের দাম কমায় সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া। এর ২৪ ঘণ্টার মধ্যেই কোভ্যাকসিনের দাম কমানোর কথা ঘোষণা করল সংস্থা। রাজ্য সরকার কত টাকায় কোভ্যাকসিন কিনতে পারবে, তা জানাল ভারত বায়োটেক। এদিন এক বিবৃতি জারি করে ভারত বায়োটেক জানিয়েছে, ৪০০ টাকায় ভ্যাকসিন কিনতে পারবে রাজ্য সরকার। এর আগে সংস্থা জানায়, সরকারি হাসপাতালের ক্ষেত্রে দাম ধার্য হয়েছে ৬০০ টাকা। বেসরকারি হাসপাতালকে কোভ্যাকসিন কিনতে হবে ১২০০ টাকায়।