Priyanka Gandhi Arrested: আগরা যাওয়ার পথে প্রিয়ঙ্কা গাঁধীকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ
লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে প্রায় ২ ঘণ্টা তাঁর কনভয় আটকে রাখার পর গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ
লখনউ : প্রিয়ঙ্কা গাঁধীকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। আগরায় যাওয়ার পথে প্রিয়ঙ্কা গাঁধীকে হেফাজতে নিল। লখনউ-আগরা এক্সপ্রেসওয়ে থেকে তাঁকে গ্রেফতার করে আপাতত তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ লাইনে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের অম্বেডকরনগরে লকআপে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। আগরায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বাধা প্রিয়ঙ্কাকে। প্রথমে তাঁকে আটকানো হয়, প্রায় ২ ঘণ্টা আটকে রাখা হয় তাঁকে। তারপর শেষমেশ প্রিয়ঙ্কা গাঁধীকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশের বক্তব্য, ১৪৪ ধারা জারি করা হয়েছে এলাকায়। যে সময় আটকে থাকার সময় প্রিয়ঙ্কা জানান, 'সরকারের স্ট্র্যাটেজি বুঝতে পারছি না, উত্তরপ্রদেশে কেন বারবার আমাকে আটকানো হচ্ছে।' ওয়াকিবহাল মহল মনে করছে, মৃতের অন্ত্যোষ্টি শেষের আগে প্রিয়ঙ্কাকে আগরায় তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যেতে দিতে চাইছে না উত্তরপ্রদেশ পুলিশ।
প্রিয়ঙ্কা গাঁধী ও উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লুকে আগরা যাওয়ার পথে লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে আটকে রাখা হয় তাদের কনভয়। দুপুর ২ টো থেকে ৪ টে পর্যন্ত প্রায় ২ ঘণ্টা কনভয় আটকে রাখা হয়। তারপরই গ্রেফতার করা হয় প্রিয়ঙ্কাকে। কংগ্রেস নেত্রীকে গ্রেফতারির প্রতিবাদে লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ দেখান কংগ্রেসকর্মীরা। প্রসঙ্গত যে সময় প্রিয়ঙ্কার কনভয় এক্সপ্রেসওয়েতে আটকে রাখা হয়েছিল সে সময় তাঁর সঙ্গে এসে কথা বলেন একাধিক কংগ্রেসকর্মীরা। যে সময় দেখা যায় অনেক মহিলা এসে প্রিয়ঙ্কার সঙ্গে সেলফিও তুলছেন। উল্লেখ্য, মঙ্গলবারই উত্তরপ্রদেশে মহিলাদের বাড়তি গুরুত্ব দিয়ে আগামী বছরের বিধানসভা নির্বাচনে ঝাঁপানোর ইঙ্গিত প্রিয়ঙ্কার হাত ধরে রেখেছে কংগ্রেস।
Lucknow | Congress leader Priyanka Gandhi Vadra detained on her way to Agra to meet family of sanitation worker who died in police custody
— ANI UP (@ANINewsUP) October 20, 2021
Police say, Section 144 is imposed here. pic.twitter.com/tAHHryer7U
কিছুদিন আগে লখিমপুর খেরিতে মৃত কৃষকদের বাড়িতে যাওয়ার পথেও প্রিয়ঙ্কা গাঁধী ও রাহুল গাঁধীকে আটকানোর অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে।
আরও পড়ুন- লখিমপুর খেরি যাওয়ার পথে গ্রেফতার প্রিয়ঙ্কা গাঁধী, দাবি কংগ্রেসের