এক্সপ্লোর
Advertisement
লেসার নিয়ন্ত্রিত ট্য়াঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইলের সফল পরীক্ষামূলক উত্ক্ষেপণ, আপনারা দেশের গর্ব, প্রতিরক্ষা গবেষণা সংস্থাকে অভিনন্দন রাজনাথের
ওরা নিকট ভবিষ্যতে আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, ডিআরডিও-র প্রশংসায় ট্যুইট রাজনাথের
নয়াদিল্লি: লেসার নিয়ন্ত্রিত ট্য়াঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইলের (এটিজিএম) সফল পরীক্ষামূলক উত্ক্ষেপণের জন্য প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনকে (ডিআরডিও)কে অভিনন্দন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের।
Congratulations to @DRDO_India for successfully conducting test firing of Laser Guided Anti Tank Guided Missile from MBT Arjun at KK Ranges (ACC&S) in Ahmednagar.
India is proud of Team DRDO which is assiduously working towards reducing import dependency in the near future. pic.twitter.com/WuBivV7VYU
— Rajnath Singh (@rajnathsingh) September 23, 2020
ডিআরডিও সাফল্যের সঙ্গে মঙ্গলবার আহমেদনগরে আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে ওই ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ করা হয়েছে বলে ঘোষণা করেছে। এমবিটি অর্জুন ট্যাঙ্ক থেকে তিন কিমি দূরে থাকা লক্ষ্যবস্তুতে ওই ক্ষেপণাস্ত্র সফল ভাবে আঘাত করেছে বলেও জানায় ডিআরডিও। ওই ক্ষেপণাস্ত্রের নানা বৈশিষ্ট্য় সম্পর্কে ডিআরডিও জানিয়েছে, এক্সপ্লোসিভ রিয়ার আর্মার দ্বারা সুরক্ষিত যানকে অকেজো করে দিতে এটিজিএম একটি ট্যান্ডেম হিট ওয়ারহেড নিয়োগ করে। প্রতিরক্ষা গবেষণা সংস্থা আরও বলেছে, মিসাইলটি এমন ভাবে তৈরি হয়েছে যাতে তা একাধিক প্ল্য়াটফর্ম থেকে উত্ক্ষেপণ করা যায় এবং বর্তমানে এমবিটি অর্জুনের একটি বন্দুক থেকে তার টেকনিক্যাল ট্রায়ালের মূল্যায়ন করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রক প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, লেসার পরিচালিত এটিজিএম নির্ভূল ভাবে আঘাত করার জন্য লেসারের সহায়তায় টার্গেটকে আটকে রেখে খুঁজে বের করে।
এটিজিএম বানিয়েছে পুণের আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (এআরডিই)। এ ব্যাপারে তাদের সঙ্গী হয় পুণের হাই এনার্জি মেটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি ও দেহরাদুনের ইনস্ট্রুমেন্টস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট।
The missile employs a tandem HEAT warhead to defeat Explosive Reactive Armour (ERA) protected armoured vehicles. It has been developed with multiple-platform launch capability and is currently undergoing technical evaluation trials from a gun of MBT Arjun: DRDO https://t.co/6CqggD8chi
— ANI (@ANI) September 23, 2020
রাজনাথ ট্যুইটে লিখেছেন, আহমেদনগরের কে কে রেঞ্জে এমবিটি অর্জুন থেকে লেসার চালিত অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরীক্ষামূলক উত্ক্ষেপণ সাফল্যের সঙ্গে করায় ডিআরডিও, ভারতকে অভিনন্দন জানাই। ডিআরডিও টিমকে নিয়ে ভারত গর্বিত। ওরা নিকট ভবিষ্যতে আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
পাশাপাশি গতকাল ওড়িষার বালেশ্বরের একটি টেস্ট রেঞ্জ থেকে অভয়াস হাইস্পিড এক্সপ্যান্ডেবল এরিয়াল টার্গেট যানের সফল পরীক্ষামূলক উত্ক্ষেপণও করেছে ডিআরডিও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement