এক্সপ্লোর
পঁচিশ পল্লীর পুজো প্রস্তুতি
খিদিরপুর পঁচিশ পল্লীর বিষয় জলসঙ্কট।

কলকাতা: পুজো নিয়ে তুমুল ব্যস্ততা খিদিরপুর পঁচিশ পল্লীতেও। তাদের শিল্পী স্বনামধন্য সনাতন দিন্দা। আর বিষয় জলসঙ্কট।
বিশ্ব জুড়ে জলের জন্য হাহাকার ক্রমেই তীব্র হচ্ছে। সমাজ বিজ্ঞানীরা অনেকেই মনে করেন, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা হবে জলের জন্য। এই সংকটের কারণ খুঁজেছেন শিল্পী। প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত মানব সভ্যতার যাত্রা আর সেই পথে জলের অপচয়কে ফুটিয়ে তুলেছেন তিনি। মানুষ কীভাবে অন্য প্রাণী জগতের অপর আধিপত্য কায়েম করছে সেটাই তাঁর এবারের ভাবনা। শিল্পী সনাতন দিন্দা এবারই প্রথম জল সংকটের মতো বিষয়কে তুলে ধরে এক সামাজিক বার্তা দিতে চেয়েছেন।
বিশ্ব জুড়ে জলের জন্য হাহাকার ক্রমেই তীব্র হচ্ছে। সমাজ বিজ্ঞানীরা অনেকেই মনে করেন, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তা হবে জলের জন্য। এই সংকটের কারণ খুঁজেছেন শিল্পী। প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত মানব সভ্যতার যাত্রা আর সেই পথে জলের অপচয়কে ফুটিয়ে তুলেছেন তিনি। মানুষ কীভাবে অন্য প্রাণী জগতের অপর আধিপত্য কায়েম করছে সেটাই তাঁর এবারের ভাবনা। শিল্পী সনাতন দিন্দা এবারই প্রথম জল সংকটের মতো বিষয়কে তুলে ধরে এক সামাজিক বার্তা দিতে চেয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















