Puri Rath Yatra: 'দিঘাতে কি জগন্নাথদেবের আবির্ভাব হয়েছে? শাস্ত্র বিরুদ্ধ কাজ হচ্ছে', বিরক্ত পুরীর মহারাজ
Puri-Digha Rath Yatra: এবিপি আনন্দকে তিনি বলেন, 'দিঘাতে তো জগন্নাথদেবের আবির্ভাব হয়নি। দারুব্রহ্মরূপে জগন্নাথের আবির্ভাব হয়েছিল শ্রীক্ষেত্র পুরুষোত্তমক্ষেত্র পুরীতেই।'

অর্ণব মুখোপাধ্যায়, পুরী: রথযাত্রা উপলক্ষে পুরনো চেহারায় পুরী, সৈকত শহরে উপচে পড়ছে ভিড়। উঠছে জয় জগন্নাথ ধ্বনি, কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন। জ্বর হওয়ার পর বলরাম, সুভদ্রা, জগন্নাথদেবকে নবযৌবন বেশ পরানো হয়। আজই নেত্র উৎসব, কাল জগন্নাথদেবের নন্দীঘোষ, বলরামের তালধ্বজ ও সুভদ্রার দর্পদলন বা পদ্মধ্বজের যাত্রা। রীতি অনুযায়ী রথের আগের দিন হয় নেত্র উৎসব, নবযৌবন বেশ।
এরই মধ্যে জগন্নাথদেবকে ঘিরে শুরু হয়েছে রাজনীতির আমরা-ওরা। অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছে পুরী বনাম দিঘা। দিঘার জগন্নাথ মন্দির ঘিরে যখন তৃণমূলের প্রচার তুঙ্গে, তখন রথ থেকে উল্টো রথ- একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। দিঘা-পুরীর প্রসাদ নিয়েও শুরু হয়েছে শাসক-বিরোধী প্রতিযোগিতা। যা নিয়ে রীতিমতো বিরক্ত পুরীর মহারাজ।
এবিপি আনন্দকে তিনি বলেন, 'ভগবান পরমাত্মা রূপে কীভাবে কখন আবির্ভাব হলেন, তা পুরীই জানে। দিঘাতে তো জগন্নাথদেবের আবির্ভাব হয়নি। দারুব্রহ্মরূপে জগন্নাথের আবির্ভাব হয়েছিল শ্রীক্ষেত্র পুরুষোত্তমক্ষেত্র পুরীতেই। তাই এই স্থানকে জগন্নাথধামের আখ্যা দেওয়া হয়। অনাদিকাল থেকে যত আচার্যর আবির্ভাব হয়েছে, তাঁরা এই পুরীকেই জগন্নাথধাম বলে মনে করেছেন।
মহারাজা গজপতি দিব্যসিংহ দেবের কথায়, 'আমি আশ্চর্যও হচ্ছি, দু:খপ্রকাশও করছি দিঘার এই ঘটনায়। দেখুন, বিশ্বজুড়েই জগন্নাথদেবের একাধিক মন্দির তৈরি হয়েছে। কিন্তু কেউই কিন্তু জগন্নাথধাম এই অ্যাখ্যা দেয়নি। দিঘায় এত সুন্দর, সুবৃহৎ মন্দির তৈরি হয়েছে এটা খুবই ভাল। কিন্তু যে কাজ ওখানে হয়েছে শাস্ত্র ও পরম্পরার বিরুদ্ধ।
দিঘায় জগন্নাথ ধাম ও মহাপ্রসাদ নিয়ে বিতর্ক। এই আবহেই মন্দির সংক্রান্ত শব্দের পেটেন্ট চেয়ে আবেদন করেছে পুরীর মন্দির কর্তৃপক্ষ, জানালেন মন্দিরের মুখ্য প্রশাসক অরবিন্দ পাঁধী। তিনি জানিয়েছেন, জগন্নাথ ধাম একটাই। পুরীর মন্দির বা মহাপ্রসাদের মাহাত্ম্যও সবাই জানে। এ নিয়ে বিতর্কের অবকাশ নেই। তবে এবারে মন্দির সংক্রান্ত শব্দের পেটেন্ট চেয়ে দ্বারস্থ হয়েছে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ।
এদিকে দিঘাতেও প্রস্তুত রথ। জগন্নাথদেবের নন্দীঘোষ, বলরামের তালধ্বজ ও সুভদ্রার রথ দর্পদলনের গায়ে পড়েছে নতুন রঙের পোঁচ। পুরীর জগন্নাথ ধামের ধাঁচে তৈরি হলেও দিঘায় রথ আকারে-আয়তনে ছোট। রথের গায়ে ওড়িশার রঘুরাজপুরের পটচিত্রের নকশা আঁকা রয়েছে। দিঘার পুরনো মন্দিরের পাশে তৈরি হয়েছে জগন্নাথ-বলরাম-সুভদ্রার মাসির বাড়ি। নতুন মন্দির থেকে এক কিলোমিটার পথ পেরিয়ে আগামীকাল সেই মাসির বাড়িতেই যাবেন ৩ ভাইবোন।






















