এক্সপ্লোর
Advertisement
করোনা রুখতে সর্বাধিক গুরুত্ব দেওয়া হোক নারীদের, বললেন রাষ্ট্রপুঞ্জ প্রধান
অথচ সবেতন কাজ মহিলারা হারাতে থাকলেও যে সব কাজে তাঁরা বেতন পান না সেগুলো উল্লেখযোগ্যভাবে বাড়ছে। কারণ স্কুল, অফিসকাছারি বন্ধ। ঘরেতে তাঁদের পরিশ্রম বেড়ে গিয়েছে আগের থেকে অনেক বেশি। নারী অধিকারের ক্ষেত্রে এমন দুর্যোগ আগে আসেনি। বলেছেন গুতেরেস।
রাষ্ট্রপুঞ্জ: রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস রাষ্ট্রগুলিকে অনুরোধ করেছেন করোনা থেকে উদ্ধার পাওয়ার লড়াইয়ে নারীদের মতামতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হোক। তাঁর আশঙ্কা, লিঙ্গ বৈষম্যের জেরে এই অতিমারীর সময়েও মেয়েরা চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।
গুতেরেস বলেছেন, করোনা রুখতে মেয়েদের সর্বাধিক গুরুত্ব দেওয়ার জন্য আমি রাষ্ট্রগুলিকে অনুরোধ করছি। নারীদের নেতৃত্বে আনুন, সমান হারে প্রতিনিধিত্ব হোক, সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিন তাঁদের। অর্থনীতিকে রক্ষা করা, চাঙ্গা করা, টাকা লেনদেন থেকে ঋণ দেওয়া, নেওয়া- সবই হোক মহিলাদের টার্গেট করে। যে সব পরিষেবা সংক্রান্ত কাজ মেয়েরা নিয়মিত করেন , অথচ অর্থ পান না, সেগুলিকে স্বীকৃতি দেওয়া হোক, মেয়ে নেওয়া হোক, অর্থনীতিতে সে সব কাজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব ব্যাখ্যা করেছেন, কীভাবে করোনার জেরে নারী-পুরুষ বৈষম্য আর তীব্র হচ্ছে সমাজে, নারী ও কন্যাদের জীবনে গভীরতর হচ্ছে এর প্রভাব। নারীদের অধিকার ও লিঙ্গ সমতা নিয়ে বেজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশনের এটা ২৫ বছর। অথচ এ বছরই করোনার হামলায় ফের অথৈ জলে লিঙ্গ সমতার আশা। তাঁর কথায়, বিশ্বের প্রায় ৬০ শতাংশ মহিলা অস্বীকৃত ক্ষেত্রে কাজ করেন, রোজগার কম, সঞ্চয়ও কম। এই করোনার জেরে তাঁদের দারিদ্র্যের মুখোমুখি হওয়ার আশঙ্কা সব থেকে বেশি। বাজার পড়ছে, ব্যবসা বন্ধ হচ্ছে, কোটি কোটি মহিলা কাজ হারাতে পারেন এই পরিস্থিতিতে। আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
অথচ সবেতন কাজ মহিলারা হারাতে থাকলেও যে সব কাজে তাঁরা বেতন পান না সেগুলো উল্লেখযোগ্যভাবে বাড়ছে। কারণ স্কুল, অফিসকাছারি বন্ধ। ঘরেতে তাঁদের পরিশ্রম বেড়ে গিয়েছে আগের থেকে অনেক বেশি। নারী অধিকারের ক্ষেত্রে এমন দুর্যোগ আগে আসেনি। বলেছেন গুতেরেস।
মহাসচিবের কথায়, এই পরিস্থিতিতে সবাই মিলে করোনার বিরুদ্ধে লড়তে হলে আগে মেয়েদের গুরুত্ব দেওয়া হোক। তাতে রোগমুক্তি যেমন দ্রুত ঘটবে, তেমনই সুন্দর হবে পৃথিবী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement