এক্সপ্লোর
Advertisement
সরকারি অর্থে কোরান পড়ানো চলবে না, জানিয়ে দিলেন হিমন্ত, অসমে সব মাদ্রাসা বদলে আর সব স্কুলের মতোই হচ্ছে
পাশাপাশি সংস্কৃত টোলগুলিও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। অসম সরকার জনগণের করের টাকায় ধর্মীয় শিক্ষাদান চালাতে দেবে না বলে ঠিক হয়েছে। অসমে ৬১৪টি সরকার স্বীকৃত মাদ্রাসা আছে, এগুলির মধ্যে ১৭টির শিক্ষার মাধ্যম উর্দু।
গুয়াহাটি: অসমে সরকারি অর্থে মাদ্রাসায় কোরান পড়ানো যাবে না। রাজ্য সরকার কোরান পড়ানোর আর্থিক দায়িত্ব নিলে বাইবেল, ভাগবত গীতাও পড়ানো উচিত। বললেন রাজ্যের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম সরকার মাদ্রাসাগুলি বন্ধ করে দেবে ঠিক হয়েছে। হিমন্ত জানান, সব সরকার পরিচালিত মাদ্রাসাকে মূল স্রোতের শিক্ষা ব্যবস্থায় এনে আর পাঁচটা স্কুলের মতোই চালানো হবে।
তিনি বলেন, সব সরকারি মাদ্রাসাকে নিয়মিত স্কুলে রূপান্তরিত করা হবে। কিছু বিশেষ ক্ষেত্রে শিক্ষকদের সরকারি স্কুলে বদলি করিয়ে মাদ্রাসাগুলি বন্ধ করে দেওয়া হবে। নভেম্বরে এব্যাপারে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে। সম্প্রতি শিক্ষা দপ্তরের বাজেট বরাদ্দ সংক্রান্ত আলোচনায় কয়েকজন বিধায়ক মাদ্রাসাগুলির প্রসঙ্গ তোলেন। তখনই ঠিক হয়, সরকার পরিচালিত মাদ্রাসাগুলি বন্ধ করা হবে। পাশাপাশি সংস্কৃত টোলগুলিও বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। অসম সরকার জনগণের করের টাকায় ধর্মীয় শিক্ষাদান চালাতে দেবে না বলে ঠিক হয়েছে। অসমে ৬১৪টি সরকার স্বীকৃত মাদ্রাসা আছে, এগুলির মধ্যে ১৭টির শিক্ষার মাধ্যম উর্দু।
হিমন্ত বলেন, আমার মতে, সরকারের পয়সায় কোরান পড়ানো চলতে পারে না। যদি তা করতে হয়, তবে বাইবেল, ভাগবত গীতাও পড়ানো উচিত। সুতরাং এ ব্যাপারে সমতা এনে এই রীতি বন্ধ করতে চাই আমরা।
পাশাপাশি অনেক মুসলিম ছেলে হিন্দু নাম ব্যবহার করে ফেসবুক অ্য়াকাউন্ট খুলে হিন্দু মেয়েদের বোকা বানিয়ে বিয়ে করছে এবং এটা বৈধ নয়, প্রতারণা বলেও অভিমত জানান হিমন্ত। বলেন, মুসলিম ছেলেরা হিন্দু পরিচয় দিয়ে ফেসবুকে মন্দির দর্শনের ছবি দিচ্ছে। বিয়ের পর হিন্দু মেয়েটি বুঝতে পারছে, ছেলেটি তার ধর্মের নয়। এটা আইনসঙ্গত বিয়ে নয়, আস্থা, বিশ্বাসভঙ্গ। জালিয়াতি করে হওয়া এমন যে কোনও বিয়ের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান হিমন্ত।
Education Loan Information:
Calculate Education Loan EMI
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement