Rahul Gandhi attacks Centre : "জেপিসির জন্য কেন তৈরি নয় কেন্দ্র ?" রাফালে সুর চড়ালেন রাহুল ; পাল্টা বিজেপির
রাফাল চুক্তি নিয়ে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি আরও জোরদার হচ্ছে। সুর চড়ালেন রাহুল গাঁধী। আক্রমণ কল্যাণের।
নয়া দিল্লি : রাফাল চুক্তি ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে কংগ্রেস সহ বিরোধীরা। এর আগে রাফাল চুক্তি নিয়ে যৌথ সংসদীয় কমিটির তদন্ত দাবি করেছে কংগ্রেস। এবার ট্যুইটারে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। তোপ দাগলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।
ট্যুইটারে কেন্দ্রকে কটাক্ষ করে রাহুল লিখেছেন, জেপিসির জন্য কেন তৈরি নয় কেন্দ্রীয় সরকার ? অপরাধবোধ, বন্ধুদেরও বাঁচাতে হবে, জেপিসি-র রাজ্যসভার আসন চাই না, সবকটি বিকল্পই সত্য।"
এদিকে রাহুল গাঁধীকে পাল্টা তোপ দেগেছে বিজেপি। ট্যুইটারে অমিত মালব্য লিখেছেন, ‘অত্যন্ত নিম্নমানের রাজনীতি করছেন রাহুল গাঁধী। দেশের মানুষ ওঁকে প্রত্যাখ্যান করেছেন। এই ইস্যুকে সামনে রেখেই ২০২৪ সালে লড়াই করুন রাহুল।"
এই ইস্যুতে সরব তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেছেন, এই রকম দুর্নীতিপরায়ণ কেন্দ্রীয় সরকার আগে কখনও দেখিনি।
২০১৬ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের সঙ্গে ৩৬ টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারত। চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলেছে কংগ্রেস। তাদের দাবি, যৌথ সংসদীয় কমিটির নেতৃত্বে তদন্ত হলে তবেই সত্যি প্রকাশ্যে আনা সম্ভব। শুধু তা-ই নয়, এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এগিয়ে এসে তদন্তের নির্দেশ দেওয়া উচিত বলে মনে করে কংগ্রেস।
ফরাসি ইনভেস্টিগেটিভ ওয়েবসাইট মিডিয়াপার্ট খবরে প্রকাশ করেছে, ভারতের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার রাফাল যুদ্ধবিমানের চুক্তিতে "দুর্নীতি ও সুবিধে পাইয়ে দেওয়া"-র অভিযোগের বিচারবিভাগীয় তদন্তের জন্য একজন ফরাসি বিচারককে নিয়োগ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সূরযেওয়ালা বলেন, রাফাল চুক্তিতে দুর্নীতির বিষয়টি এবার প্রকাশ্যে চলে এসেছে। ফরাসি সরকার এই চুক্তিতে তদন্তের নির্দেশ দেওয়ার পর কংগ্রেস ও রাহুল গাঁধীর দাবি সত্য বলে প্রমাণিত হয়েছে। এই প্রতিরক্ষা চুক্তিতে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ফরাসি পাবলিক প্রসিকিউশন এজেন্সি তদন্তের নির্দেশ দিয়েছে।
তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এই চুক্তিতে যৌথ সংসদীয় কমিটির নেতৃত্বে তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন জানান সূরযেওয়ালা। তিনি বলেন, "যেহেতু এই চুক্তিতে জাতীয় নিরাপত্তার বিষয়টি জড়িয়ে আছে, তাই স্বাধীন ও স্বতন্ত্রভাবে যৌথ সংসদীয় কমিটির নেতৃত্বে তদন্তের প্রয়োজন। যখন ফরাসি সরকারই স্বীকার করে নিয়েছে যে এই চুক্তিতে দুর্নীতি হয়েছে, তখন কি এদেশেও JPC তদন্তের প্রয়োজন নেই ?"