Voter Adhikar Yatra: ‘বুলেট’ চেপে বিহারের রাস্তায় রাহুল, ভিড় টপকে চুম্বন তরুণের, হাত ধরে টান, আলিঙ্গন, বাদ গেল না কিছুই, প্রশ্ন নিরাপত্তায়
Rahul Gandhi Kissed in Bihar: ভিড় সামাল দিতে হিমশিম খেতে হল রাহুলের নিরাপত্তারক্ষীদের।

পটনা: বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’য় রাহুল গাঁধীর নিরাপত্তা বড় ধরনের ফাঁক ধরা পড়ল। রবিবার ‘বুলেট’ মোটর সাইকেল নিয়ে রাস্তায় নামেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল। বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবও বুলেটে সওয়ার হয়েই সঙ্গী হন রাহুলের। আর সেখানেই একাধিক বার ভিড় ঠেলে রাহুলের কাছাকাছি পৌঁছে যান অনেকে। স্বল্প গতিতে মোটরসাইকেল চালানো অবস্থায় রাহুলকে জড়িয়ে ধরেন কেউ, কেউ আবার তাঁকে চুম্বন করেন। এমতাবস্থায় ভিড় সামাল দিতে হিমশিম খেতে হল রাহুলের নিরাপত্তারক্ষীদের।
বিধানসভা নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘটিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে সেই তালিকা থেকে। সুপ্রিম কোর্ট যদিও আধার কার্ড গ্রহণ করতে নির্দেশ দিয়েছে কমিশনকে, তার পরও বিতর্ক থামছে না। বরং বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে ‘ভোটচুরি’র যে অভিযোগ এনেছেন রাহুল, সেই নিয়ে লাগাতার সুর চড়াচ্ছেন বিরোধীরা।
এই ‘ভোটচুরি’র বিরুদ্ধেই বিহারে ১৬ দিনের ‘ভোটার অধিকার যাত্রা’য় নেতৃত্ব দিচ্ছেন রাহুল। রবিবার সেখানেই রাহুলের নিরাপত্তায় বড় ধরনের ফাঁক ধরা পড়ল। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, ফাঁক গলে একেবারে রাহুলের কাছে চলে আসেন এক তরুণ। অতর্কিতে ওই যুবক এসে পড়ায় ব্রেক কষে দাঁড়িয়ে পড়েন রাহুল। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ওই তরুণ রাহুলকে জড়িয়ে ধরেন এবং গালে ঠোঁট ঠেকান।
During the Yatra a boy kissed Rahul Gandhi ❤️
— Mr. Democratic (@MrDemocratic_) August 24, 2025
Popularity at its Peak 🔥
pic.twitter.com/cwz5D8zlnb
আচমকা এমন পরিস্থিতিতে দৃশ্যতই হতভম্ব হয়ে যান রাহুল। সঙ্গে সঙ্গে ছুটে আসেন তাঁর নিরাপত্তারক্ষীরা। ওই তরুণকে ঠেলে সরিয়ে দেন তাঁরা। এক নিরাপত্তারক্ষী ওই তরুণের গালে চড় মারেন বলেও দেখা যায় ভিডিও-তে। কংগ্রেস কর্মীদের দাবি, পর্যাপ্ত নিরাপত্তা, ভিড় সামাল দেওয়ার ব্যবস্থাই ছিল না রবিবার। গোটা যাত্রাপথে বার বার রাহুলের কাছে পৌঁছে যান অনেকে। এমনকি মোটর সাইকেল চালানো অবস্থায় রাহুলের হাতও টেনে ধরেন কেউ কেউ। রাহুল যদিও হাসিমুখেই পরিস্থিতি সামাল দেন। গত ১৭ অগাস্ট থেকে বিহারে ‘ভোটার অধিকার যাত্রা’ শুরু করেছেন রাহুল। ১৬ দিনে বিহারের ২০টি জেলায় ঘোরার পরিকল্পনা রয়েছে তাঁর। ১ সেপ্টেম্বর পটনায় গিয়ে যাত্রা শেষ হবে। সেখানে বিরাট জনসভাও রয়েছে। ‘ভারত জোড়ো যাত্রা’র মতো বিহারেও ভাল সাড়া পেয়েছেন রাহুল। বাড়ির ছাদ থেকে রাহুলের উপর ফুলবর্ষণ করতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। রাহুল যদিও কংগ্রেস কর্মীদের উপর ফুলবর্ষণ করতে অনুরোধ জানান।
বিহারের নির্বাচনে রাহুলের এই যাত্রা কী প্রভাব ফেলে, তা নিয়েও কাটাছেঁড়া চলছে। বিহারে রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস এবং বামেদের জোট একত্রে লড়াই করছে। সেই কারণে যাত্রায় আগাগোড়া রাহুলের সঙ্গী তেজস্বী। ‘ভোটচুরি’ নিয়ে বিজেপি এবং কমিশনের বিরুদ্ধে বিরোধীরা যেভাবে এককাট্টা হয়েছেন, তাতে পটনার সভায় I.N.D.I.A জোটের অন্য শরিকরা হাজির থাকতে পারেন বলেও খবর।























