Rahul Gandhi : রাহুল ইস্যুতে একজোটে বিরোধিতা, কংগ্রেসের ডাকা বৈঠকে যোগ দিচ্ছে তৃণমূল
Congress-TMC Protest in Parliament : কালো কাপড় নিয়ে আজ সংসদে যাবেন কংগ্রেস, তৃণমূল সাংসদরা
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : রাহুল গাঁধী (Rahul Gandhi) ইস্যুতে একজোটে বিরোধিতা। মল্লিকার্জুন খাড়গের (Mallikarjun Kharge) ডাকা বৈঠকে যোগ দেওযার কথা জানিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। সোমবার কংগ্রেস সভাপতি খাড়গের ডাকা বৈঠকে যাচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, জহর সরকার, জানালেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। আন্দোলন জোরদার করতে আজ কালো পোশাকে সংসদে হাজির হবেন কংগ্রেসের (Congress) সাংসদরা। কালো কাপড় নিয়ে আজ সংসদে যাবেন তৃণমূল সাংসদরাও।
তৃণমূলের অবস্থান বদল
মোদি পদবী নিয়ে মন্তব্যের জেরে আদালতের নির্দেশের ভিত্তিতে সাংসদ পদ হারাতে হয়েছে রাহুল গাঁধীকে। যেভাবে কংগ্রেস সাংসদের পদ গিয়েছে, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধীতায় সরব মহল বিরোধীরাই। রাহুলের সাংসদ পদ বাতিলের দিনই প্রথমেই যা নিয়ে আপত্তি তুলে মোদি সরকারকে নিশানা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরে আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কয়েকদিন আগে পর্যন্ত কংগ্রেসের সঙ্গে বিরোধীতার হাত ধরা নিয়ে ভিন্ন অবস্থান ছিল ঘাসফুল শিবিরের। কালীঘাটে তৃণমূল সুপ্রিমোর নেতৃত্বে বৈঠকের পর সুদীপ বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানিয়েছিলেন, বিরোধী জোট গঠনে কংগ্রেসের বড় দাদাসুলভ আচরণ গ্রহণযোগ্য নয় বলেই। যদিও রাহুল গাঁধীর সাংসদ পদ খারি্জ হওয়ার পরই বদলেছে তৃণমূলের অবস্থান। কংগ্রেসের পাশে তৃণমূল দাঁড়ানোয় বিরোধীদের একজোট হয়ে বৈঠক ও বিরোধীতার রূপরেখা তৈরির জন্য বৈঠকে তৃণমূলকে ডাক পাঠায় কংগ্রেস। এবার যা গ্রহণ করেছে তৃণমূল।
চড়ছে রাহুল ইস্যু
এদিকে নিজের ট্যুইটার হ্যান্ডেলে তথ্য বদল করেছেন রাহুল গান্ধী। ওয়েনাডের কংগ্রেস সাংসদ পরিচয়ের বদলে লেখেন ডিস'কোয়ালিফায়েড এমপি। রাহুলের ট্যুইটার হ্যান্ডল নিয়ে জল্পনার আবহেই, রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে কংগ্রেসের সঙ্কল্প সত্যাগ্রহ কর্মসূচি ঘিরে শুরু হয় টানাপোড়েন। ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে প্রথমে অনুমতি দিতে চায়নি দিল্লি পুলিশ। বিস্তর চাপানউতোর পরে সংকল্প সত্যাগ্রহের অনুমতি মেলে। কলকাতাতেও মেয়ো রোডেও গান্ধী মূর্তির সামনে সঙ্কল্প সত্যাগ্রহ পালন করে প্রদেশ কংগ্রেস। দিল্লি, কলকাতা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় সঙ্কল্প সত্যাগ্রহ কর্মসূচি পালন করে কংগ্রেস। সঙ্গে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ ইস্যুতে এবার মোদি সরকারকে নিশানা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী। তাঁর প্রশ্ন, অতীতে বিজেপির একাধিক নেতা গান্ধী পরিবার নিয়ে আপত্তিজনক মন্তব্য করলেও, কেন ব্যবস্থা নেওয়া হয়নি ?
আরও পড়ুন- রাহুল গাঁধীর ইস্যুতে সত্যাগ্রহের ডাক কংগ্রেসের, মোদিকে আক্রমণ প্রিয়ঙ্কার