Rahul Gandhi: 'ভারতের জন্য লড়ছি, যে কোনও দাম দিতে প্রস্তুত', ট্যুইট রাহুলের
Indian National Congress: রাহুল গাঁধীর সাজা ঘোষণার প্রতিবাদে সংহতি মিছিলের ডাক দিয়েছে কংগ্রেস।
নয়াদিল্লি: সাংসদ পদ খারিজের পরে প্রথমবার ট্যুইটে প্রতিক্রিয়া জানালেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। তিনি লিখেছেন, 'আমি ভারতের জন্য লড়ছি। আমি এর জন্য যে কোনও দাম দিতে প্রস্তুত।'
সংসদে রাহুল গান্ধীর (Rahul Gandhi) সদস্যপদ খারিজ । খবর লোকসভার সচিবালয় সূত্রে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল লোকসভার সচিবালয়। মোদিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গতকালই সাজা শুনিয়েছিল সুরাতের আদালত (Surat Court)। রাহুলকে ২ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিলেন আদালত। কেরলের (Kerala) ওয়েনাড়ের সাংসদ রাহুল গাঁধী। এনিয়ে বিজেপিকে একহাত নেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, "ওঁকে (রাহুল গান্ধী) খারিজ করার সব চেষ্টাই করেছে ওরা(বিজেপি)। যাঁরা সত্যি বলছেন, তাঁদের রাখতে চান না ওঁরা। কিন্তু, আমরা সত্যিটা বলে যাব। আমরা জেপিসি-র দাবি করব। প্রয়োজন পড়লে গণতন্ত্র রক্ষা করতে আমরা জেলে যাবে।' 'সত্যি কথা বলার সাজা পেলেন রাহুল', বিপক্ষের কণ্ঠস্বর রোখার চেষ্টা, মন্তব্য মল্লিকার্জুন খাড়গের।
প্রতিবাদ মমতারও:
রাহুলের সাংসদ পদ খারিজ নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 'প্রধানমন্ত্রীর নতুন ভারতে বিরোধী নেতারা বিজেপির প্রাইম টার্গেট। অপরাধের ইতিহাস থাকলেও, মন্ত্রিসভায় আছেন বিজেপি নেতারা। মন্তব্যের জন্য বিরোধী নেতাদের সাংসদ পদ খারিজ।' রাহুলের পাশে দাঁড়িয়ে বিজেপিকে তীব্র আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক গণতন্ত্রে আরও অবমননের সাক্ষী হলাম, ট্যুইট তৃণমূলনেত্রীর।
এর আগেও রাহুলকে নিশানা:
লন্ডনে ভারতীয় গণতন্ত্র নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে, রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবিতে কার্যত সংসদ অচল করে রেখেছিল বিজেপি শিবির। ভারত জোড়ো যাত্রায়, নারী নির্যাতন নিয়ে মন্ততব্য়ের প্রেক্ষিতে তথ্য জানতে, সম্প্রতি রাহুল গাঁধীর বাড়িতে গিয়েছিল দিল্লি পুলিশ। বৃহস্পতিবার পুরনো মন্তব্য়ের প্রেক্ষিতে তাঁকে সাজা শোনায় গুজরাতের আদালত। সঙ্গে সঙ্গেই তাঁর জামিন মঞ্জুর হয়। ৩০ দিনের জন্য় সাজা কার্যকরও স্থগিত রাখা হয়। কিন্তু, তিনি যে জেলের ভয় পান না, তা স্পষ্ট করে, মহাত্মা গান্ধীকে উদ্ধৃত করে, ওয়েনাডের কংগ্রেস সাংসদ ট্য়ুইট করে বলেন, 'আমার ধর্ম সত্য় এবং অহিংসা ওপর দাঁড়িয়ে আছে। সত্য় আমার ঈশ্বর, আর অহিংসা তার কাছে পৌঁছনোর উপায়।'
একসঙ্গে মিছিল:
মোদি পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য়ের জন্য় রাহুল গান্ধীকে দোষী সাব্য়স্ত করেছে গুজরাতের সুরাত আদালত। মানহানির মামলায় ২ বছরের সাজা ঘোষণা করেছেন বিচারক। এই রায়ের প্রতিবাদে আজ সংহতি মিছিলের ডাক দিয়েছে কংগ্রেস। সংসদ থেকে বিজয় চক পর্যন্ত মিছিলে অংশ নিয়েছেন সব সাংসদ। একজোটে বিরোধিতা গড়ে তুলতে বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক ডেকেছেন মল্লিকার্জুন খাড়গে।
আরও পড়ুন: লোকসভায় পাশ অর্থবিল, Debt Mutual Fund-এ কী বদল! আর কী কী?