(Source: ECI/ABP News/ABP Majha)
Rahul Gandhi: পরাজিত সুনককে চিঠি রাহুলের, কী বার্তা দেশের বিরোধী দলনেতার?
Rahul Letter to Rishi Sunak: সম্প্রতি নির্বাচনে পরাজয়ের মুখে পড়েছেন ঋষি সুনক। তাঁর নেতৃত্বে থাকা কনজারভেটিভ পার্টিকে হারিয়ে মসনদ দখল করেছে লেবার পার্টি।
কলকাতা: ব্রিটেনে টোরিদের হঠিয়ে ক্ষমতা দখল করেছে লেবার পার্টি। শোচনীয় হারের মুখে পড়েছে কনজারভেটিভ পার্টি, যার নেতা সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। তাঁকেই চিঠি পাঠিয়েছেন ভারতের বিরোধী দলনেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)। হার ও জিত দুটোই গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ, দুটোই শান্তমনে নেওয়া উচিত- চিঠিতে বার্তা রাহুলের।
তাঁর চিঠিতে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে প্রশংসায় ভরিয়েছেন রাহুল গাঁধী। তিনি লিখেছেন, 'সাম্প্রতিক ভোটের ফল নিয়ে আমি সমবেদনা জানাচ্ছি। জয় এবং পরাজয় দুটোই গণতন্ত্রের পথে অবিচ্ছেদ্য অংশ। দুটোই আমাদের গ্রহণ করা উচিত।'
ঋষি সুনকের কাজের প্রশংসা করেছেন রাহুল গাঁধী। লিখেছেন, 'জনগণের প্রতি আপনার কাজ প্রশংসার যোগ্য। আপনি আপনার মেয়াদকালে ভারত ও UK-এর পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করতে যেভাবে চেষ্টা করেছেন তাঁর গুরুত্ব অপরিসীম।' ভবিষ্যতেও ঋষি সুনক জনগণের কাজে নিজেকে নিয়োজিত রাখবেন বলে আশা প্রকাশ করেছেন রাহুল গাঁধী।
"Your dedication to public service and commitment to your people are commendable. I also deeply value the efforts you made to strengthen the ties between India and the UK during your term in office. I am confident you will continue to contribute to public life with your… pic.twitter.com/NNAsGQV7Jh
— Congress (@INCIndia) July 6, 2024
শুক্রবার, UK-এর নির্বাচনে জয় পেয়েছে লেবার পার্টি, তাদের দখলে এসেছে বিপুল সংখ্যাগরিষ্ঠকতা। UK-এর নতুন প্রধানমন্ত্রী হয়েছেন Keir Starmer। হাউজ অফ কমন্সের ৬৫০ আসনের মধ্যে ৪১২টা আসন পেয়েছে লেবার পার্টি। ২০১৯ এর নির্বাচনে তাদের দখলে ছিল ২১১টি আসন। জয়ের জন্য Keir Starmer-কেও শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গাঁধী। ভারত ও UK-এর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
"I extend my heartiest congratulations on your remarkable electoral victory.
— Congress (@INCIndia) July 6, 2024
I look forward to the continued strengthening of the bilateral relationship between India and the UK."
Here is the letter from LoP Shri @RahulGandhi to UK Prime Minister Mr. @Keir_Starmer 👇🏻 pic.twitter.com/pwiBb50PWq
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।