Weather Update: বৃষ্টিভেজা রথযাত্রা কলকাতায়, ভিজবে দক্ষিণবঙ্গও! উত্তরবঙ্গ নিয়ে কী পূর্বাভাস আবহাওয়া দফতরের?
Ratha Yatra Weather: কখন হবে বৃষ্টি? কোন কোন জেলায় আজ বৃষ্টি ভিজে রথযাত্রা পালন করতে হবে?
কলকাতা: রথযাত্রার দিন (Ratha Yatra Weather) কি বৃষ্টি দেখবে দক্ষিণবঙ্গ? অন্তত তেমনটাই ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। অন্যদিকে রথের দিন উত্তরবঙ্গ ভাসবে ভারী থেকে অতিভারী বৃষ্টিতে।
IMD কলকাতার (Kolkata Weather) X হ্যান্ডেলে যে তথ্য দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ৭ জুলাই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজ কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ- সহ বৃষ্টি?
উত্তর ২৪ পরগনা
দক্ষিণ ২৪ পরগনা
কলকাতা
পূর্ব মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর
ঝাড়গ্রাম
বাঁকুড়া
পুরুলিয়া
পূর্ব বর্ধমান
পশ্চিম বর্ধমান
বীরভূম
ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আলিপুরদুয়ারে। ৮ জুলাই সকাল সাড়ে আটটা পর্যন্ত এই রকম আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
যদিও আজ, রথযাত্রার দিন বৃষ্টিপাতের বিশেষ ইঙ্গিত বা পূর্বাভাস নেই বেশ কিছু জেলায়- এগুলি হল
উত্তর দিনাজপুর
দক্ষিণ দিনাজপুর
মালদহ
মুর্শিদাবাদ
নদিয়া
হাওড়া
হুগলি
আগামীকাল থেকে গোটা দক্ষিণবঙ্গেই কমে যাবে বৃষ্টি। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার ১০ জুলাই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়ার সতর্কতা পশ্চিমবঙ্গ : তারিখ 07.07.2024 pic.twitter.com/aEb3OFQqMU
— IMD Kolkata (@ImdKolkata) July 7, 2024
বৃষ্টিপাতের পূর্বাভাস পশ্চিমবঙ্গ : তারিখ 07.07.2024 pic.twitter.com/gZbDWGmENI
— IMD Kolkata (@ImdKolkata) July 7, 2024
ভাসছে উত্তরবঙ্গ:
উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে। যার জেরে উত্তরের একাধিক জায়গা জলমগ্ন। জলপাইগুড়ি শহর জলে ভাসছে। করলা নদী উপচে জল ঢুকে পড়েছে জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ি পুরসভায় কিছু ওয়ার্ড জলমগ্ন। প্রবল সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। করলা নদী লাগোয়া দিনবাজার এলাকায় হাঁটু-সমান জল। বাজারে জল ঢোকায় সেতুর উপরে উঠে এসেছে বাজার। জলে ঢুকে বহু মজুত দ্রব্য নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কায় ব্য়বসায়ীরা। পাহাড়েও টানা বৃষ্টি চলছে। তার জেরে জল জমেছে কালিম্পঙের তিস্তাবাজার এলাকায়। দার্জিলিং-কালিম্পং রোডের ওপর দিয়ে বইছে তিস্তার জল। রায়ডাক এক নদীর পাড়ে বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বারোকোদালি ১ ও বারোকোদালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বাঁধ ভেঙে হু-হু করে জল ঢুকছে বেগারখাতা, পশ্চিম নাঙল-সহ একাধিক গ্রামে। গতকাল রাতে জলের তোড়ে ভেঙে যায় রায়ডাক এক নদীর পাড়-বাঁধ। শতাধিক বাড়ি প্লাবিত, কৃষি জমি জলের তলায়। বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে ত্রিপল টাঙিয়ে আশ্রয় নিয়েছেন রাস্তায়। প্রশাসনের দেখা মেলেনি বলে অভিযোগ করছেন গ্রামবাসীরা। রায়ডাক এক নদীতে জারি হয়েছে লাল সতর্কতা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: জন্মদিনে ক্যাপ্টেন কুল ধোনিকে প্রণাম স্ত্রী সাক্ষীর! কেক কেটে আয়োজন সলমনের! ভাইরাল ভিডিও