Bharat Nyay Yatra: এবার মণিপুর থেকে মুম্বই! 'ভারত ন্যায় যাত্রা'য় বাংলায় পা রাহুলের
Rahul Gandhi:সূত্রের খবর ভারত ন্যায় যাত্রায় রাহুল ছুঁয়ে যাবেন বাংলাও।
কলকাতা: 'ভারত জোড়ো যাত্রা'র পর এবার 'ভারত ন্যায় যাত্রা'য় (Bharat Nyay Yatra) রাহুল গাঁধী (Rahul Gandhi)। '১৪ জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত চলবে কংগ্রেসের (Congress Bharat Nyay Yatra) ভারত ন্যায় যাত্রা। ৬ হাজার ২০০ কিমি পথ হাঁটবেন রাহুল, অতিক্রম করবেন ১৪টি রাজ্য। মণিপুর থেকে যাত্রা শুরু করে মুম্বই পর্যন্ত হাঁটবেন রাহুল গাঁধী। সূত্রের খবর ভারত ন্যায় যাত্রায় রাহুল ছুঁয়ে যাবেন বাংলাও।
কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ২১ ডিসেম্বর কংগ্রেস ওয়ার্কিং কমিটির তরফে রাহুল গাঁধীকে একটি পরামর্শ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, ভারতের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পদযাত্রা করতে পারেন রাহুল গাঁধী। রাহুল গাঁধী CWC-এর এই পরামর্শ মেনে নিয়েছেন। AICC সিদ্ধান্ত নিয়েছে, ১৪ জানুয়ারি থেকে ২০ মার্চ পর্যন্ত 'ভারত ন্যায় যাত্রা' চলবে।
কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ১৪টি রাজ্যের মোট ৮৫টি জেলায় ঘুরবে কংগ্রেসের ভারত ন্য়ায় যাত্রা। মোট ৬২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে এই যাত্রা। মণিপুর (Bharat Nyay Yatra Manipur) থেকে শুরু হয়ে নাগাল্যান্ড, অসম, মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গ ছুঁয়ে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় যাবে ভাত ন্যায় যাত্রা। এই কর্মসূচি যাবে রাজস্থান, গুজরাত ও মহারাষ্ট্র (Bharat Nyay Yatra Mumbai)।
🇮🇳 𝗕𝗛𝗔𝗥𝗔𝗧 𝗡𝗬𝗔𝗬 𝗬𝗔𝗧𝗥𝗔 🇮🇳
— Congress (@INCIndia) December 27, 2023
🗓️ 14th January to 20th March
📍From Manipur to Mumbai
🛣️ 6200 kms
🚌 14 states & 85 districts 🚌 pic.twitter.com/rp6IqoQ5QB
১৪ জানুয়ারি মণিপুরে এই যাত্রার সূচনা করবেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বাস থাকবে এই যাত্রায়, মাঝে মাঝে কিছুটা পথ হেঁটে পেরনো হবে।
এর আগে ভারত জোড়ো যাত্রা করেছেন রাহুল গাঁধী। কন্যাকুমারী থেকে শুরু হয়ে কাশ্মীরে গিয়ে শেষ হয়েছিল সেই যাত্রা। ১২টা রাজ্য জুড়ে ঘুরেছিল কংগ্রেসের এই যাত্রা। ভারত জোড়ো যাত্রা অতিক্রম করেছিল প্রায় চার হাজার কিলোমিটার। ওই কর্মসূচি শুরুর আগে শ্রীপেরুমবুদুরে (Sriperumbudur) রাজীব গাঁধীর স্মৃতিস্তম্ভে মাল্যদান করেছিলেন রাহুল গাঁধী। তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা ডি শিবকুমার। ১৯৯১ সালের ২১ মে এই শ্রীপেরুমবুদুরে বোমা হামলায় প্রাণ গিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী এবং রাহুস গাঁধীর বাবা রাজীব গাঁধীর। এবার ভার ন্যায় যাত্রায় অতিক্রম করা হবে আরও বেশি পথ।
আগামী বছরেই লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024)। তার আগে সারা দেশে জনসংযোগে জোর দিতে এবং বিজেপি বিরোধী শিবিরকে একসঙ্গে আনতেই 'ভারত ন্যায় যাত্রা' কর্মসূচি নেওয়া হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।