ব্রেন স্ট্রোকের পর এখন ভাল আছেন, হাসপাতাল থেকে জানালেন রাহুল রায়
এখন ভাল আছেন তিনি, এটাই স্বস্তির খবর ফ্যানদের কাছে।
মুম্বই: নানাবতী হাসপাতাল থেকেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন রাহুল রায়। যেখানে বোনের সঙ্গে হাসিমুখে কথা বলতে দেখা গেল তাঁকে। সেই ভিডিও শেয়ার করে রাহুলের জানিয়েছেন, “আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। আমার বন্ধুবান্ধব, পরিবার-পরিজন ও অনুরাগীদের অসংখ্য ধন্যবাদ অনেক ভালবাসা দেওয়ার জন্য আর আমার আরোগ্য় কামনা করার জন্য। ফিরছি খুব তাড়াতাড়ি।”
‘এলএসি: লিভ দ্য ব্যাটল’ ছবির শুটিংয়ের জন্য কার্গিলে ছিলেন রাহুল রায়, যেখানে তাপমাত্রা খুব কম। সেখানকার আবহাওয়া সহ্য করতে পারেননি তিনি। ব্রেন স্ট্রোক হয় তাঁর। প্রথমে তাঁকে শ্রীনগরে নিয়ে যান শুটিং টিমের লোকেরা। কিন্তু উন্নত চিকিৎসার জন্য বিলম্ব না করে মুম্বইতে এনে নানাবতী হাসপাতালে ভরতি করা হয়। ভরতির পরই নিয়ম মাফিক করোনা টেস্ট করা হয় তাঁর। তবে সৌভাগ্যক্রমে রিপোর্ট নেগেটিভ আসে। এমন খবর ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবে চিন্তার ভাঁজ পড়ে অনুরাগীদের কপালে।
একটু পিছিয়ে মনে করা যেতে পারে, ১৯৯০ সালে ‘আশিকি’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন রাহুল রায়। ছবি সুপারহিট। গান মুখে মুখে। রাতারাতি তারকা হয়ে ওঠেন তিনি। এরপর জুনুন, ফির তের কাহানি ইয়াগ আই, ‘গেম’, ‘নসিব’, ‘ফির কভি’-র মতো বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে গালওয়ান ঘাঁটির সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়া ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সেখানেই ঘটে এই বিপত্তি। তবে এখন ভাল আছেন তিনি, এটাই স্বস্তির খবর ফ্যানদের কাছে।