Priyanka Gandhi Vadra: বিয়ে করছেন রায়হান বঢরা, জাতীয় স্তরে ফুটবলও খেলেছেন পাত্রী, প্রিয়ঙ্কা গাঁধীর হবু বৌমাকে চিনে নিন
Aviva Baig-Raihan Vadra: দীর্ঘদিনের প্রেমিকা অবীবা বেগের সঙ্গে বাগদান সেরেছেন প্রিয়ঙ্কা ও ব্যবসায়ী রবার্ট বঢরার ছেলে, ২৫ বছর বয়সি রায়হান।

নয়াদিল্লি: আদ্যোপান্ত রাজনৈতিক পরিবারে জন্ম হলেও, ৫০-এর পর সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেছেন। সংসার, দায়দায়িত্ব সামলে তবেই রাজনীতিতে পদার্পণের সিদ্ধান্ত নেন প্রিয়ঙ্কা গাঁধী বঢরা। সাংসদ হিসেবে অল্পদিনের মধ্যে বেশ নামও হয়েছে তাঁর। বিশেষ করে সংসদে তাঁর ঝাঁঝাল বক্তৃতা শুনতে মুখিয়ে থাকেন সকলেই। ব্যক্তিগত জীবনে সেই প্রিয়ঙ্কাই এবার নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন। ছেলে রায়হান বঢরা ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন। শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রায়হান। ফলে শাশুড়ি হতে চলেছেন প্রিয়ঙ্কা। (Aviva Baig-Raihan Vadra)
দীর্ঘদিনের প্রেমিকা অবীবা বেগের সঙ্গে বাগদান সেরেছেন প্রিয়ঙ্কা ও ব্যবসায়ী রবার্ট বঢরার ছেলে, ২৫ বছর বয়সি রায়হান। রায়হান ও অবীবা স্কুলে পরস্পরের সহপাঠী ছিলেন। বুধবার পরিবারের লোকজনের উপস্থিতিতে রায়হানের বিয়ের প্রস্তাব গ্রহণ করেছেন অবীবা। তবে জমজমাট বাগদানের অনুষ্ঠান হতে চলেছে বুধবার। রাজস্থানের রণথাম্বোরে সেই মতো আয়োজন হতে চলেছে। বাগদানের কয়েক মাস পরই রায়হান ও অবীবা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলে খবর। (Priyanka Gandhi Vadra)
কিন্তু প্রিয়ঙ্কার হবু বৌমা অবীবা কে, সেই নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। দিল্লির মেয়ে অবীবা। তার বাবা ইমরান বেগ পেশায় ব্যবসায়ী। মা নন্দিতা বেগ পেশায় ইন্টিরিয়র ডিজ়াইনার। প্রিয়ঙ্কার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব নন্দিতার। দুই পরিবারের মধ্যেও সুসম্পর্ক বহুদিনের। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরের অন্দরসজ্জায় প্রিয়ঙ্কাকে সাহায্য়ও করেন নন্দিতা। তবে এবার বন্ধুত্ব থেকে এবার আত্মীয়তার সম্পর্কে জড়াতে চলেছে দুই পরিবার।
View this post on Instagram
রায়হান সংবাদমাধ্যমকে সচেতন ভাবে এড়িয়েই চলেন। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় নন তিনি। অবীবা যদিও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তবে ব্যক্তিগত ‘স্টোরিজ’ ছাড়া রাহানের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন না। বাগদানের খবর সামনে আসতেই অবীবার সোশ্যাল মিডিয়ায় নজর সকলের। অবীবা জাতীয় স্তরে ফুটবলও খেলেছেন। তবে বর্তমানে তিনি পেশায় ফোটোগ্রাফার। OP Jindal Global University থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন তিনি। Atelier 11 নামের একটি ফোটোগ্রাফিক স্টুডিও এবং প্রোডাকশন কোম্পানির সহ প্রতিষ্ঠাতা অবীবা। বিভিন্ন সংস্থা, ব্র্যান্ডের সঙ্গে কাজ করে ওই সংস্থা। দৈনন্দিন জীবনের খুঁটিনাটি ক্যামেরায় বন্দি করেন অবীবা।
২০২৩ সালে নিজের তোলা ছবি নিয়ে Method Gallery-র সঙ্গে জোট বেঁধে ‘You Cannot Miss This’ প্রদর্শনীরও আয়োজন করেন অবীবা। ভারতের Art Fair’s Young Collector Programme-এর অন্তর্ভুক্ত ছিল ‘You Cannot Miss This’ প্রদর্শনী। ফ্রিল্যান্সার প্রোডিউসার হিসেবেও কাজ করেন অবীবা। I-Parliament-এর এডিটর ইন চিফ হিসেবেও কাজ করেছেন একসময়।
অন্য দিকে, ১০ বছর বয়স থেকে ছবি তোলেন রায়হানও। ২০২১ সালে নিজের তোলা ছবির প্রদর্শনীর আয়োজনও করেন তিনি। দিল্লির বিকানের হাউসে আয়োজিত রায়হানের সেই প্রদর্শনীর নাম ছিল 'Dark Perception'. ২০১৭ সালে স্কুলে ক্রিকেট খেলার সময় চোখে গুরুতর আঘাত পান তিনি। সেই অভিজ্ঞতার পর আলো, সময় নিয়ে নিজের যে দৃষ্টিভঙ্গি, তা-ই প্রদর্শনীতে তুলে ধরেছিলেন। সেই সময় রায়হান জানান, চোখে আঘাত পাওয়ার পর সাদা-কালো ছবি তোলা শুরু করেন তিনি। অন্ধকার থেকেই যে আলোর খোঁজ করেন সকলে, সেই দৃষ্টিভঙ্গিই ক্যামেরায় বন্দি করেন। রায়হানের দাদু, রাজীব গাঁধীও একসময় ছবি তুলতে ভালবাসতেন। ছেলেকে প্রথম থেকেই ছবি তোলায় উৎসাহ জোগান প্রিয়ঙ্কা।






















