এক্সপ্লোর
Advertisement
কমছে সংক্রমণ, করোনা বিধিতে ছাড়ের ঘোষণা রাজস্থান সরকারের
আগামীকাল, সোমবার থেকে কার্যকর হবে নয়া এই নিয়ম।
নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ের ত্রাস ধীরে ধীরে কাটছে। স্বাভাবিক হচ্ছে জনজীবন। দেশের একাধিক রাজ্যেই ছবিটা এরকম। এই পরিস্থিতিতে এবার বিধি নিষেধে ছাড়ের কথা ঘোষণা করল রাজস্থান সরকার। আজ, রবিবার নতুন গাইডলাইন প্রকাশ করেছে রাজস্থান সরকার। আগামীকাল, সোমবার থেকে কার্যকর হবে নয়া এই নিয়ম।
গাইডলাইনে বলা হয়েছে,
- যে সব সরকারি অফিসের কর্মীর সংখ্যা ২৫-এর কম, সেখানে ১০০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারবেন।
- যে অফিসের কর্মীর সংখ্যা ২৫ বা তার বেশি সেখানে ৫০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারেন।
- মোট কর্মী সংখ্যার মধ্যে ৬০ শতাংশের টিকাকরণ হলে ১০০ শতাংশ কর্মীই নিয়ে চলতে পারে অফিস।
- সকাল সাড়ে ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে অফিস। গর্ভবতী সহ যাঁদের কো-মর্বিডিটি রয়েছে তাঁরা ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন।
- ভোর ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বাস পরিষেবা চালু থাকবে শহরাঞ্চলে। তবে বাসে কেউ দাঁড়িয়ে যেতে পারবেন না। বাস চালানোর আগে সংশ্লিষ্ট ড্রাইভার এবং কনডাক্টরকে অন্তত ভ্যাকসিনের প্রথম ডোজ নিতে হবে।
- নিজস্ব গাড়ির ক্ষেত্রে সোমবার থেকে শনিবার ভোর ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত চালানোর ক্ষেত্রে অনুমতি দেওয়া হবে।
- ভোর ৫টা থেক সকাল ৮টা পর্যন্ত খোলা থাকবে পার্ক। যাঁদের ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া আছে তাঁরা পার্কে ঢুকতে পারবেন বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত।
- রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার অনুমতিও দেওয়া হয়েছে। তার জন্য নির্ধারিত সময় হল, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টে।
- সব দোকান, ক্লাব, জিম, রেস্তোরাঁ, শপিং মলের কর্মীদের টিকাকরণ বাধ্যতামূলক।
- যেসব জিম এবং রেস্তোরাঁর ৬০ শতাংশ কর্মীর টিকাকরণ হয়েছে তারা বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত জিম এবং রেস্তোরাঁ খুলতে পারবে।
- সংশ্লিষ্ট জায়গায় থার্মাল স্ক্রিনিং এবং মাস্ক পরা বাধ্যতামূলক।
- ১ জুলাই থেকে বড় জায়গায় বিয়ের অনুষ্ঠানে ছাড় দেওয়া হয়েছে। যেখানে বিকেল ৪টের মধ্যে অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। সর্বোচ্চ আমন্ত্রিতের সংখ্যা থাকবে ৪০।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement