Newspaper Reading: স্কুলে রোজ পড়তে হবে সংবাদপত্র, উত্তরপ্রদেশের পর নিয়ম করল রাজস্থান সরকার
Rajasthan News: রাজস্থানের সমস্ত সরকারি স্কুলে রোজ খবরের কাগজ পড়া ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এর আগে উত্তর প্রদেশের স্কুলে এই নিয়ম চালু করেছে সেই রাজ্যের সরকার।

Newspaper Reading: অনেক বাড়িতেই ছোট থেকেই বাচ্চাদের মধ্যে খবরের কাগজ পড়ার অভ্যাস তৈরি করানো হয়। নিয়মিত খবরের কাগজ পড়লে, যে ভাষায় পড়ছেন, তার উপর অনেকটাই দক্ষতা তৈরি হয়। বিশেষ করে বাক্য গঠন, ব্যাকরণগত বিষয়, বানানবিধি সম্পর্কে সম্যক ধারণা হয়। এছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন ধরনের খবর সম্পর্কে, রাজ্য-রাজনীতি থেকে বিনোদন, খেলা, ব্যবসার দুনিয়া- সব ক্ষেত্রের গুরুত্বপূর্ণ খবর একজন পেতে পারেন ওই খবরের কাগজ থেকেই। তাই প্রতিদিন খবরের কাগজ পড়ার অভ্যাস তৈরি করা জরুরি। বিশেষ করে ছাত্রাবস্থাতেই এই অভ্যাস গড়ে ওঠা জরুরি। আর তাই অভিনব উদ্যোগ নিয়েছে রাজস্থান সরকার।
রাজস্থানের সমস্ত সরকারি স্কুলে রোজ খবরের কাগজ পড়া ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে পড়ুয়াদের মধ্যে মনযোগ দিয়ে পড়ার অভ্যাস তৈরি হবে। ভাষাগত জ্ঞান বাড়বে। দেশ-দশের সাধারণ বিষয়গুলি সম্পর্কেও সার্বিকভাবে একটা ধারণা পাওয়া যাবে। এর আগে উত্তর প্রদেশের স্কুলে এই নিয়ম চালু করেছে সেই রাজ্যের সরকার। অর্থাৎ উত্তরপ্রদেশেও সরকারি স্কুলগুলিতে পড়ুয়াদের নিয়মিত সংবাদপত্র পড়ার ব্যাপারটা বাধ্যতামূলক করা হয়েছে। এবার সেই দলে নাম লেখাল রাজস্থান সরকার।
৩১ ডিসেম্বর, ২০২৫- এর একটি অর্ডার অনুসারে, রাজস্থান সরকার নিয়ম করেছে, রাজস্থানের সমস্ত সরকারি স্কুলে পরিতিদিন ছাত্রছাত্রীদের অন্তত ১০ মিনিট করে খবরের কাগজ পড়তে হবে। morning assembly- র সময় খবরের কাগজ পড়তে হবে ছাত্রছাত্রীদের। অল্প বয়স থেকেই খবর সংক্রান্ত আগ্রহ যেন পড়ুয়াদের মধ্যে তৈরি হয়, খবরের ভালমন্দ বিচার করার ক্ষমতা তৈরি হয়, বর্তমানের বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান থাকে - সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন খবরের কাগজ পড়লেই একমাত্র এগুলি সম্ভব। আর রোজ পড়তে পড়তে একটা অভ্যাস তৈরি হয়ে যাবে।
রাজস্থানের স্কুল শিক্ষা দফতরের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত সরকারি উচ্চ মাধ্যমিক স্কুল এবং ইংরেজি মাধ্যমে স্কুলে ন্যূনতম ২টো সংবাদপত্রের সাবস্ক্রিপশন রাখতে হবে। একটি হিন্দি ভাষার এবং অন্যটি ইংরেজি ভাষার সংবাদপত্র হতে হবে। এর পাশাপাশি উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে অন্তত ২টো হিন্দি ভাষার সংবাদপত্রের সাবস্ক্রিপশন রাখতে হবে। আর খবরের কাগজের সাবস্ক্রিপশন নিতে গেলে যাবতীয় যা খরচ হবে, তা বহন করবে রাজস্থান স্কুল এডুকেশন কাউন্সিল, যা রয়েছে জয়পুরে।
স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে সংবাদপত্র থেকে রোজ নতুন ৫টি শব্দ খুঁজে বের করে ছাত্রছাত্রীদের তার অর্থ বোঝাতে হবে। এর ফলে ভাষার প্রতি দক্ষতা বাড়বে পড়ুয়াদের। সকালের প্রার্থনার সময় একটি জাতীয় পর্যায়ের ইংরেজি খবরের কাগজ এবং একটি হিন্দি কাগজ জোরে জোরে পড়ে শোনানো হবে ছাত্রছাত্রীদের। ভবিষ্যতে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে গেলে নিয়মিত খবরের কাগজ পড়ার এই অভ্যাস পড়ুয়াদের অনেক সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।






















