Raksha Bandhan 2021 : এই রঙের রাখি ভাইদের জীবনে সুখ দেয়, কীভাবে রাখির রং বাছবেন ?
২০২১ সালের ২২ অগাস্ট রাখি বন্ধন উৎসব। এই দিনে বোনরা যদি রাশি অনুযায়ী রাখি বাঁধেন, তাহলে তাঁদের ভাইদের জীবনে সুখ থাকবে। এমনই বিশ্বাস।
![Raksha Bandhan 2021 : এই রঙের রাখি ভাইদের জীবনে সুখ দেয়, কীভাবে রাখির রং বাছবেন ? Raksha Bandhan 2021 Choose Rakhi colour according to your brothers zodiac signs door of good luck open automatically Raksha Bandhan 2021 : এই রঙের রাখি ভাইদের জীবনে সুখ দেয়, কীভাবে রাখির রং বাছবেন ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/16/895bc9ab4bd52dee1b4c562fa3fbf841_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : প্রতি বছর শ্রাবণ মাসে পূর্ণিমার দিন রাখি বন্ধন উৎসব পালিত হয়। এবার রাখি বন্ধন হবে ২২ অগাস্ট। বিশেষ এই দিনে বোনেরা ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়। তবে, ভাই বা দাদার রাশিচক্র দেখেও অনেক বোন বা দিদি রাখি পরায়। তাতে ভাই বা দাদার জীবনে সুখ-সমৃদ্ধি আসবে, এই বিশ্বাসে। দুঃখ-কষ্ট থেকেও মুক্তি মিলবে বলে মনে করা হয়। চলুন জেনে নেওয়া যাক রাশি অনুযায়ী রাখির রং কেমন হওয়া উচিত...
মেষ রাশি : এই রাশির গ্রহ হল মঙ্গল। এর জন্য এই রাশির জাতকদের লাল রঙের রাখি বাঁধতে হবে। এটি ভাইয়ের জীবনে মঙ্গল এবং সমৃদ্ধি নিয়ে আসবে। তিনি সর্বদা উদ্যমী থাকবেন।
বৃষ রাশি : বৃষের অধিপতি শুক্র। তাই এই রাশির জাতকদের সাদা রঙের রাখি বেঁধে সাদা মিষ্টি খাওয়ানো উচিত। শুক্রের প্রভাব তাঁদের জীবনে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে।
মিথুন রাশি : মিথুন রাশির গ্রহ বুধ। এঁদের সবুজ রঙের রাখি বাঁধা উচিত। এতে তাঁদের জীবনে উন্নতি হবে ও দীর্ঘায়ু হবেন।
কর্কট রাশি : এই রাশির মূলে- চাঁদ। এই রাশির জাতকদের সাদা বা হলুদ রঙের রাখি বাঁধতে হবে। এটি তাঁদের জীবনে সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসবে।
সিংহ রাশি : এই রাশির শাসক সূর্য। এজন্য তাঁদের লাল বা হলুদ রঙের রাখি বাঁধতে হবে। তাতে তাঁদের জীবন আনন্দে ভরে উঠবে।
কন্যা রাশি : এই রাশির অধিপতি গ্রহ বুধ। তাই রাখির ক্ষেত্রে সবুজ রং মঙ্গল। এতে সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং ভাই -বোনের মধ্যে ভালোবাসা থাকবে।
তুলা রাশি : এই রাশির অধিপতি শুক্র। নীল বা সাদা রঙের রাখি বাঁধতে হবে। তাতে জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি : এই রাশির জাতকদের লাল বা গোলাপি রঙের রাখি বাঁধতে হবে। তাতে সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে।
ধনু রাশি : বৃহস্পতি এই রাশির অধিপতি। তাই এই রাশির জাতকদের হাতে সোনালি বা হলুদ রঙের রাখি বাঁধাই শুভ হবে। কেবল হলুদ রঙের মিষ্টিই খাওয়ানো উচিত। সুযোগ -সুবিধা বাড়বে।
মকর রাশি : এই রাশির অধিপতি শনি। তাই নীল রাখি বাঁধাই শুভ হবে।
কুম্ভ রাশি : কুম্ভের অধিপতিও শনিদেব। তাই রাখু থাকুক নীল রঙের। সম্পদ বৃদ্ধি পাবে।
মীন রাশি : এঁদের উজ্জ্বল হলুদ বা সবুজ রঙের রাখি বাঁধতে হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)