Ayodhya Ram Mandir: রাম মন্দিরের প্রসাদ পাওয়া যাচ্ছে অ্যামাজনেও! এ কী সত্যি?
Ram Mandir Prasad Amazon: অ্যামাজনের বিরুদ্ধে এই 'ভুয়ো প্রসাদ' বিক্রির অভিযোগ করেছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স
নয়া দিল্লি: রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের আগে প্রবল সমস্যার মুখে ই-কমার্স (E-Commerce) প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon)। রাম মন্দিরের প্রসাদের নামে মিষ্টি বিক্রি করার অভিযোগ উঠে এসেছে সংস্থার নামে। বর্তমানে সব জিনিসই অনলাইনে কেনার হিড়িক। রাম মন্দিরের উদ্বোধন ঘিরে যখন দেশজুড়ে সাজ সাজ রব, তখন রাম মন্দিরের প্রসাদী মিষ্টিও অনলাইনে খোঁজ করছেন অনেকে। সেই প্রসাদের 'সন্ধান' পাওয়া গিয়েছে অ্যামাজনে। তবে এর সত্যতা নিয়েই এবার প্রশ্ন উঠেছে।
এদিকে, অ্যামাজনের বিরুদ্ধে এই 'ভুয়ো প্রসাদ' বিক্রির অভিযোগ করেছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)। অন্যদিকে, সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA) তার প্ল্যাটফর্মে 'অযোধ্যা রাম মন্দির প্রসাদ'-এর বিভ্রান্তিকর দাবি করে মিষ্টি বিক্রি করার জন্য ই-কমার্স জায়ান্ট অ্যামাজনকে একটি নোটিশ জারি করেছে। অভিযোগ, রাম মন্দিরের প্রসাদের নাম করে সাধারণ মিষ্টি বিক্রি করা হচ্ছে এই সংস্থায়। এই বিষয়ে সংস্থার কাছে জবাব তলব করা হয়েছে। সাতদিনের মধ্যে জবাব না দিতে পারলে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
এই অভিযোগের পরে, প্রধান কমিশনার রোহিত কুমার সিংয়ের নেতৃত্বে CCPA অ্যামাজনকে ৭ দিনের মধ্যে উত্তর দিতে বলেছে। যদি এটি করা না হয়, CCPA ভোক্তা সুরক্ষা আইন 2019 এর অধীনে Amazon এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন, শাস্ত্রীয় আচার মেনে শুরু বিশেষ পুজো, কাল থেকে সাধারণের জন্য বন্ধ হবে রাম মন্দির! ফের খুলবে কবে?
ভোক্তা সুরক্ষা (ই-কমার্স) আইন 2020 অনুসারে, কোনও ই-কমার্স কোম্পানি অন্যায্য বাণিজ্য কাজকর্মে লিপ্ত হতে পারবে না। কোনও ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিতে পারে না এরকম সংস্থারা। গুণমাণ, পরিমাণ বা অন্য যে কোনও বিষয়ে ভুল তথ্য দিয়ে বিজ্ঞাপন করা বা পণ্য বিক্রি করা ক্রেতা সুরক্ষা আইনের পরিপন্থী, এমনটাই নিয়ম। এদিকে অভিযোগে অ্যামাজন ওয়েবসাইটের চারটি লিঙ্কের কথা উল্লেখ করা হয়েছে যেখানে রঘুপতি ঘি লাড্ডু, ক্ষীর লাড্ডু, ঘি বোঁদে লাড্ডু এবং দেশি গরুর দুধের পেড়া মিষ্টি রাম মন্দিরের প্রসাদের নামে বিক্রি হচ্ছে।