Ram Mandir: শাস্ত্রীয় আচার মেনে শুরু বিশেষ পুজো, কাল থেকে সাধারণের জন্য বন্ধ হবে রাম মন্দির! ফের খুলবে কবে?
Ram Mandir Temple: অন্যদিকে, রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হচ্ছে বিশেষ পুজো।
![Ram Mandir: শাস্ত্রীয় আচার মেনে শুরু বিশেষ পুজো, কাল থেকে সাধারণের জন্য বন্ধ হবে রাম মন্দির! ফের খুলবে কবে? Ram Mandir classical rituals, the special puja will be closed for the general public from tomorrow Ram Mandir: শাস্ত্রীয় আচার মেনে শুরু বিশেষ পুজো, কাল থেকে সাধারণের জন্য বন্ধ হবে রাম মন্দির! ফের খুলবে কবে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/7aee9e67d6b6d9bbfb044856c16661891705725019382223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অর্ণব মুখোপাধ্যায়, অযোধ্যা: সোমে প্রাণ প্রতিষ্ঠা। রাম মন্দির (Ram Mandir) উদবোধন নিয়ে অপেক্ষার প্রহণ গুণছে দেশবাসী। ইতিমধ্যেই গর্ভগৃহে স্থাপন করা হয়েছে রামলালার (Ramlalla) বিগ্রহ। আগামী ২২ জানুয়ারি সেই মাহেন্দ্রক্ষণ। ওই দিনই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।
এদিকে, অযোধ্যায় (Ayodhya) রাম মন্দির উদ্বোধনের আগে আজ থেকেই সাধারণের জন্য বন্ধ করা হল রামলালার দর্শন। লোহার ব্যারিকেড বসানো হয়েছে রাম জন্মভূমি পথে। অস্থায়ী রাম মন্দির থেকে গতকালই রামলালাকে নিয়ে যাওয়া হয় নব নির্মিত মন্দিরে।
সেখানে রামলালার নব নির্মিত কৃষ্ণশিলা মূর্তিতে ২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হবে। উদ্বোধনের পর মঙ্গল বা বুধবার থেকে নব নির্মিত রাম মন্দিরে ফের সাধারণ মানুষ রামলালাকে দর্শন করতে পারবেন। অন্যদিকে, রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে হচ্ছে বিশেষ পুজো। আজ সরযূর জলে রাম জন্মভূমি মন্দিরের গর্ভগৃহ শোধন করা হয়েছে। পালন করা হচ্ছে বাস্তু শান্তি ও অন্নধিবাস আচার বিধি।
এদিকে, ভারতের নানা প্রান্ত থেকে আসছে আদরের রামলালার জন্য উপহার। সুন্দরবন থেকে ১০১ কেজি মধু পাঠিয়েঠেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাজস্থান থেকে এসেছে ঘি। বৃন্দাবন থেকে লাড্ডু, এছাড়াও ভডোদরা থেকে ১০৮ ফুট লম্বা ধূপ। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে হায়দরাবাদ থেকে এসেছে ১ হাজার ২৬৫ কেজি লাড্ডু। এই প্রসাদী লাড্ডু তৈরি করেছে শ্রীরাম কেটারিং সার্ভিসেস নামে একটি সংস্থা। হায়দরাবাদের ওই সংস্থার কর্ণধার জানিয়েছেন, ২৫ জন কারিগর মিলে তিনদিন ধরে এই লাড্ডু তৈরি করেছেন। যা একমাস রাখলেও নষ্ট হবে না বলে সংস্থার কর্ণধারের দাবি।
আরও পড়ুন, ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন, দেশব্যাপী সব কর্মীদের ছুটি দিল রিলায়্যান্স
অযোধ্যাজুড়ে শুরু হয়েছে উৎসব। সাধারণ মানুষের পাশাপাশি, এসেছেন অসংখ্য ভক্ত, সাধুসন্ত। চলছে নাচগানও। অযোধ্যা যেন এক টুকরো ভারত। বিবিধের মাঝে মিলন মহান। সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। মিলেমিশে একাকার বিভিন্ন রাজ্যের সংস্কৃতি। বৈচিত্রের মধ্যে ঐক্য। সোমবারের অনুষ্ঠানের আগেই কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যাকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)