এক্সপ্লোর
Advertisement
কেজরিবাল সমস্যায় ফেলেছেন, তাই দিল্লি বিধানসভা ভোটের চারদিন আগে রামমন্দির ট্রাস্টের ঘোষণা, বিজেপিকে কটাক্ষ শিবসেনার
শিবসেনা বলেছে, প্রধানমন্ত্রী রামমন্দির তৈরির জন্য যে ট্রাস্ট্র ঘোষণা করেছেন, সেজন্য কৃতিত্ব দেওয়া উচিত সুপ্রিম কোর্টকেই। প্রধানমন্ত্রী মোদির ধন্যবাদ প্রাপ্য সুপ্রিম কোর্টের রায় রূপায়ণে নিজের দায়িত্ব পালন করায়।
মুম্বই: অযোধ্য়ায় রামমন্দির নির্মাণে কেন্দ্রের ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত ঘোষণার পরদিনই কটাক্ষ শিবসেনার। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদে দাঁড়িয়ে ওই ঘোষণার সময়কাল নিয়ে তারা প্রশ্ন তুলে দলীয় মুখপত্র সামনা-য় প্রকাশিত সম্পাদকীয়তে বলেছে, সামনেই দিল্লি বিধানসভার ভোট। সেখানে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল বিরাট সমস্য়া তৈরি করেছেন, সেজন্যই ভোটের মাত্র কয়েকটা দিন বাকি থাকতে এই পদক্ষেপ করল বিজেপি।
শিবসেনা বলেছে, কেজরিবাল দিল্লির ভোটে তাদের বেগ দিচ্ছেন বলেই ভগবান রামকে আসরে নামাতে হয়েছে বিজেপিকে, এমন একটা সমালোচনা শোনা যাচ্ছে। নির্বাচনের মাত্র চারদিন আগে রামমন্দির ট্রাস্ট গঠনের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী রামমন্দির তৈরির জন্য যে ট্রাস্ট্র ঘোষণা করেছেন, সেজন্য কৃতিত্ব দেওয়া উচিত সুপ্রিম কোর্টকেই। প্রধানমন্ত্রী মোদির ধন্যবাদ প্রাপ্য সুপ্রিম কোর্টের রায় রূপায়ণে নিজের দায়িত্ব পালন করায়।
গতকালই অযোধ্যায় রামমন্দির তৈরির জন্য তীর্থ ক্ষেত্র ট্রাস্ট গঠনের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টের রায় কার্যকর করায় প্রধানমন্ত্রী মোদিকে অভিনন্দন জানায় শিবসেনা। দলের সাংসদ সঞ্জয় রাউত রামমন্দির গড়ার লড়াই কোনও বিশেষ রাজনৈতিক দলের একার নয় বলেও মন্তব্য করেন।
তবে সামনা-র সম্পাদকীয়তে বিজেপিকে খোঁচা দিয়ে তারা বলেছে, ভগবান রামের সাহায্যে দু-চারটে বেশি আসন এলে ক্ষতি কী, স্বাগত। রামমন্দির ইস্যুকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার করার অভিযোগেও বিজেপিকে দুষেছে শিবসেনা। উদ্ধব ঠাকরের দল বলেছে, আমরা ভেবেছিলাম, রামমন্দিরকে ভোটের কাজে লাগানো হবে না, কিন্তু মন্দিরের 'গঠন'কে স্থাপনা করা হল দিল্লি বিধানসভা ভোটের জন্য। আবার তাকে ব্যবহার করা হবে ২০২৪ এর লোকসভা ভোটের সময়। তবে ততদিনে প্রকৃত অর্থে 'রামরাজ্য়' কায়েম হবে বলে আমাদের আশা।
শিবসেনাই শুধু নয়, কংগ্রেস, এআইএমআইএমও রামমন্দির ট্রাস্টের ঘোষণার সময়কাল নিয়ে প্রশ্ন তুলেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement