Ratha Yatra 2025: আমদাবাদে রথযাত্রায় বিপত্তি, ডিজে-র বিকট শব্দে উত্তেজিত হয়ে পড়ে ভিড়ের মধ্যে ছুটল দাঁতাল, আহত ৩ !
Ahmedabad Elephant Attack On Ratha Yatra 2025 রথযাত্রার দিনে অঘটনের সাক্ষী হল আমদাবাদ

নয়াদিল্লি: রথযাত্রায় দুর্ঘটনা এই প্রথমবার নয়। এখনও মানুষ ভুলতে পারেনি ত্রিপুরার ঘটনা। পাশাপাশি রথযাত্রার সময়ও ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছিল কর্ণাটক। আর এবার রথযাত্রার দিনে অঘটনের সাক্ষী হল আমদাবাদ। আচমকা আমদাবাদে ভিড়ের মধ্যে দিয়ে ছুটছিল ৩ হাতি
এদিকে ডিজে-র বিকট শব্দে উত্তেজিত হয়ে পড়ে দাঁতাল। আর এরপরেই রথযাত্রায় জড়ো হওয়া ভক্তদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রথযাত্রা ১০ মিনিটেরও বেশি সময় ধরে বন্ধ ছিল রাস্তা। এই ঘটনায় আহত ২ থেকে ৩ জন।
আরও পড়ুন, মহাসমারোহে আজ রথযাত্রা মাহেশে, সকাল থেকেই ভক্তদের ভিড়, কটায় টান পড়বে দড়িতে ?

এদিন আমদাবাদে রংবেরঙের পোশাক পরে রথযাত্রায় অংশ নেয় হাতিগুলো। আচমকাই তিনটি হাতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ডিজে-র বিকট আওয়াজে হাতিগুলো উত্তেজিত হয়ে ওঠে তাঁরা। এরপরেই উত্তেজিত হাতিগুলি গলিতে ঢুকে পড়ে। এদিকে হাতিগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে রথযাত্রা ১০ মিনিটেরও বেশি সময়ের জন্য বন্ধ করে রাখা হয়।

শেষ অবধি পাওয়া খবরে হাতির আক্রমণে দুই থেকে তিনজন আহত হয়েছেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। নিয়ন্ত্রণ হারানো হাতিদের আলাদা একটি পথ দিয়ে নিয়ে যাওয়া হয়। মাহুতরা অবশেষে হাতিদের নিয়ন্ত্রণ করে। নিরাপত্তার কথা ভেঙে শেষ অবধি রথযাত্রা রুটে ডিজে বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যেই ওই তিনটি হাতিকে রথযাত্রা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তেইশ সালের জুন মাসেও মর্মান্তিক ঘটনা ঘটেছিল ত্রিপুরায়। উল্টোরথের দিনেই মর্মান্তিক মৃত্যু হয়েছিল ত্রিপুরায়। হাসপাতাল সূত্রে খবর এসেছিল, উত্তর ত্রিপুরা জেলার কুমারঘাটে উল্টোরথে তড়িতাহিত হয়ে মৃত্যু হয়েছিল ৬ জনের। এই ৬ জনের মধ্যে ২ জন শিশুও ছিল। কর্ণাটকে রথযাত্রার সময়েও ঘটেছিল ভয়াবহ দুর্ঘটনা। ভেঙে পড়েছিল ১০০ ফুট উচ্চতার রথ, মৃত্যু হয়েছিল ১ দর্শনার্থীর।

রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে দিঘা-পুরী। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এই প্রথমবার সৈকত শহরে রথযাত্রা পালিত হবে দিঘাতে। শহরজুড়ে সাজো সাজো রব। গত ৩০ এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে প্রতিদিনই ভিড় হচ্ছে। রথযাত্রা উপলক্ষ্যে ভিড় বাড়বে বলে মনে করছে প্রশাসন। সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ৫ মন্ত্রী, অরূপ বিশ্বাস, সুজিত বসু, পুলক রায় স্নেহাশিস চক্রবর্তী ও চন্দ্রিমা ভট্টাচার্যকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেও গতকাল পৌঁছে গেছেন দিঘায়। রথযাত্রা উপলক্ষ্যে দিঘায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।






















