RBI Update: সত্যি ! রিজার্ভ ব্যাঙ্ককে ১২,৫০০ টাকা দিন, পাবেন ৪ কোটি ৬২ লক্ষ
Reserve Bank of India: মাত্র ১২,৫০০ টাকা দিয়ে হতে পারেন প্রায় ৫ কোটির মালিক। আপনার কাছেও এসেছে কি এই মেইল।
Reserve Bank of India: এ একেবারে রাতারাতি কোটিপতি হওয়ার প্রস্তাব ! মাত্র ১২,৫০০ টাকা দিয়ে হতে পারেন প্রায় ৫ কোটির মালিক। আপনার কাছেও এসেছে কি এই মেইল।
আপনিও যদি এমন কোনও মেইল পেয়ে থাকেন, তাহলে সাবধান।এমন প্রস্তাবে সাড়া দেবেন না। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য শেয়ার করবেন না।আজকাল সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে এই ধরনের ভুয়ো বার্তা। যেখানে প্রচুর টাকার প্রলোভন দেখিয়ে নিয়ে নেওয়া হয় আপনার ব্যক্তিগত তথ্য।সম্প্রতি এমনই একটি মেইল ভাইরাল হয়েছে। আপনিও যদি এমন কোনও মেইল পেয়ে থাকেন, তাহলে জেনে নিন তা সত্যি না মিথ্যা ?
PIB ট্যুইটে কী বলছে
ইতিমধ্যেই ভাইরাল মেইল নিয়ে ফ্যাক্ট চেক ইন্ডিয়া ট্যুইট করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো অফ ইন্ডিয়া(PIB)। ট্যুইটে পিআইবি লিখেছে, এই মেইলটি সম্পূর্ণ ভুয়ো।আপনিও যদি এই ধরনের কোনও মেইল পেয়ে থাকেন তাহলে সতর্ক হোন। আপনার থেকে ব্যক্তিগত বিবরণ চাওয়া হলে তা কখনোই শেয়ার করবেন না।মনে রাখবেন, Reserve Bank of India (RBI)কখনও কারও ব্যক্তিগত তথ্য চায় না।
RBI কোনও ব্যক্তির অ্যাকাউন্ট রাখে না
রিজার্ভ ব্যাঙ্ক কোনও ব্যক্তির অ্যাকাউন্ট রাখে না। আপনি যদি আরবিআই থেকে কোনও লটারি জেতা বা বিদেশ থেকে অর্থ গ্রহণের মতো কোনও বার্তা পান, তবে সেই ফাঁদে পা দেবেন না। মনে রাখবেন আরবিআই লটারি তহবিলের পুরস্কারের অর্থ ইত্যাদির বিষয়ে কোনও ইমেল পাঠায় না। কেউ যদি এই ধরনের কোনও লোভ দেখায় তা এড়িয়ে চলুন।
জানুন কীভাবে করবেন ফ্যাক্ট চেক ?
যদি আপনার কাছেও এই ধরনের কোনও বার্তা আসে, তাহলে আপনি তার সত্যতা জানতে একটি ফ্যাক্ট চেক করতে পারেন। আপনি PIB -র মাধ্যমে সত্যতা যাচাই করতে পারেন। এর জন্য আপনাকে অফিশিয়াল লিঙ্ক https://factcheck.pib.gov.in/ দেখতে হবে। এছাড়াও, আপনি ভিডিওটি পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর +918799711259 বা ইমেল করতে পারেন pibfactcheck@gmail.com- এ।