এক্সপ্লোর
Advertisement
প্রিপেড গ্রাহকদের জন্য দারুণ অফার নিয়ে এল জিও, জেনে নিন কী সুবিধা পাবেন
জিও-র ৪০১ টাকা বা তার বেশি প্ল্যান রিচার্জ করালে গ্রাহকরা এই সুযোগ পাবেন ৷
নয়াদিল্লি: জিও গ্রাহকদের জন্য সুখবর৷ সম্প্রতি ডিজনি+হটস্টার- এর সঙ্গে চুক্তি হয়েছে রিলায়েন্স জিও-র৷ এবার থেকে জিও-র প্রিপেড গ্রাহকরা ডিজনি+হটস্টার- এর এক বছরের কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন পেতে চলেছেন৷
এর জন্য গ্রাহকদের কোনও বাড়তি চার্জ দিতে হবে না৷ হটস্টার স্পেশাল, লাইভ খেলা, লেটেস্ট বলিউড, সুপার হিরো সিনেমা-সহ একাধিক সিরিজ, সিনেমা দেখার সুযোগ রয়েছে৷ জিও-র ৪০১ টাকা বা তার বেশি প্ল্যান রিচার্জ করালে গ্রাহকরা এই সুযোগ পাবেন ৷ মান্থলি প্যাক, বার্ষিক প্যাক বা অ্যাড অন ডেটা প্যাকের ক্ষেত্রে এই সুবিধা মিলবে৷ ৪০১ টাকার মাসিক প্ল্যানে বর্তমানে পাওয়া যায় ৯০ জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং ও ২৮ দিনের জন্য জিও অ্যাপের সুবিধা৷ এই প্ল্যানে রিচার্জ করালেও গ্রাহকরা এক বছরের ডিজনি+হটস্টার ভিআইপি- এর সাবস্ক্রিপশনের সুবিধা পাবেন ৷
এছাড়া ২৫৯৯ টাকার বার্ষিক প্ল্যান যাতে বছরে ৭৪০ জিবি ডেটা, আনলিমিটেড কলিং পরিষেবা পাওয়া যায় সেই ক্ষেত্রেও একবছরের সাবস্ক্রিপশন পেতে চলেছেন গ্রাহকরা৷ কম্বো ও ভাউচার প্যাকের ক্ষেত্রেও মিলছে এই সুবিধা৷
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement