RG Kar News: 'আরজি কর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার', ১৮ অগাস্ট টেকনিশিয়ান্স স্টুডিও থেকে প্রতিবাদ মিছিলের ডাক
Protest Rally: ১৪ অগাস্ট মধ্যরাতে যে নাগরিক মিছিল, বিশেষত মহিলাদের রাত দখলের ডাক দেওয়া হয়েছিল তাতে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন সাধারণ মানুষ, তারকা, যুবক থেকে বৃদ্ধ, শিশু সকলে। তবে থেমে নেই প্রতিবাদ!
কলকাতা: আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার (RG Kar News) এক সপ্তাহ পার। এখনও প্রায় প্রতিদিনই চলছে আন্দোলন, একাধিক দলের ডাকে বারবার পথে নেমেছেন সাধারণ মানুষ। তাঁদের একটাই দাবি, অপরাধীদের শাস্তি অর্থাৎ নির্যাতিতার বিচার চাই ('We Want Justice')। ১৪ অগাস্ট মধ্যরাতে যে 'রাত দখল'-এর (Reclaim The Night) ডাক দেওয়া হয়, তারপর থেকে প্রতিদিন রাস্তায় প্রতিবাদের ডাক দেখা গিয়েছে। ফের একবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মিছিলেন ডাক, এবার সৌজন্যে চলচ্চিত্র পরিবার (Bengali Film Industry)।
'আর জি কর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার'
১৪ অগাস্ট মধ্যরাতে যে নাগরিক মিছিল, বিশেষত মহিলাদের রাত দখলের ডাক দেওয়া হয়েছিল তাতে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলেন সাধারণ মানুষ, তারকা, যুবক থেকে বৃদ্ধ, বাচ্চা সকলে। সেইদিনই মধ্যরাত পেরিয়ে, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে রণক্ষেত্রের আকার নেয় আরজি কর হাসপাতাল চত্বর। বারবার অভিযোগ ওঠে, একদল দুষ্কৃতী সেখানে তাণ্ডব চালাতে শুরু করলেও পুলিশ ছিল নীরব! এই ঘটনার পর যেন আরজি কর কাণ্ড নতুন মোড় নেয়। চুপ থাকেননি কেউই, না সাধারণ মানুষ না তারকারা। এবার শিল্পীদের তরফে ফের একবার প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হল।
কয়েকদিন ধরেই একটি নির্দিষ্ট পোস্টার শেয়ার করছেন নানা তারকা। তাতে লেখা, 'সব অভয়ার বিচার চাই। আর জি কর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার। ১৮ অগাস্ট বিকেল ৪টে টেকনিশিয়ান্স স্টুডিওতে মিলিত হয়ে, সেখান থেকে আর জি কর হাসপাতাল। প্রতিটি সংবেদনশীল চলচ্চিত্র কর্মীবন্ধুদের আসতে অনুরোধ করছি।'
View this post on Instagram
শুধু তাইই নয়, এরই সঙ্গে 'বাংলা চলচ্চিত্র পরিবার'-এর তরফে চারটি দাবির একটি পোস্টও করা হয়েছে। যেখানে ঘটনার তীব্র নিন্দা করে দ্রুত প্রতিকারের দাবি করা হয়েছে, দল মত নির্বিশেষে একসঙ্গে এই প্রতিবাদে অংশ নিয়ে 'এর শেষ দেখে' ছাড়ার দাবি রয়েছে। রাজ্যের প্রশাসনিক ব্যর্থতা, পুলিশ ও স্বাস্থ্য দফতরকে 'ঘটনার দায়' নেওয়ার দাবিও তোলা হয়েছে। এই পোস্ট শেয়ার করেছেন সৃজিত মুখোপাধ্যায়, পাওলি দাম, কোয়েল মল্লিক, রাইমা সেন প্রমুখ একাধিক শিল্পী। ওই একইদিনে, অর্থাৎ আগামীকাল এসএসকেএমের তরফে একটি নাগরিক মিছিলেরও ডাক দেওয়া হয়েছে। যা শুরু হবে নন্দন চত্বর থেকে বিকেল ৪টেয়। নাম দেওয়া হয়েছে 'পথেই হোক পথের দাবি'।
View this post on Instagram
তবে শুধু চলচ্চিত্র পরিবারই নয়। ১৮ অগাস্ট, রবিবার গোটা রাজ্যজুড়ে একাধিক প্রতিবাদ মিছিলের কথা আছে। স্বস্তিকা মুখোপাধ্যায়ের পোস্টে চোখ রাখলে সেখানে, কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার, রবীন্দ্র সদন এক্সাইড, উত্তরপাড়া হবি মার্কেট, বজবজ, চন্দননগর, নিমতা, নৈহাটি, হাবড়া ইত্যাদি নানা জায়গার আপডেট দেওয়া হয়েছে। রয়েছে বেঙ্গালুরুর নামও।
আরও পড়ুন: Shah Rukh Khan: 'আমি এই বিষয়ে খুবই নির্লজ্জ!' অ্যাওয়ার্ড শো প্রসঙ্গে কেন এমন বললেন শাহরুখ?
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।