Lalu Prasad Yadav: ‘ঢল গয়া দিন, হো গয়ি শাম’… ফুরফুরে মেজাজে ব্যাডমিন্টন কোর্টে লালু
Viral Video: ব্যাডমিন্টন কোর্টে কার্যতই ঝড় তুললেন লালুপ্রসাদ যাদব। তাঁর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।
নয়াদিল্লি: বয়স পৌঁছে গিয়েছে ৮০-র দোরগোড়ায়। রোগভোগ লেগেই রয়েছে শরীরে। সম্প্রতি কিডনি প্রতিস্থাপনও হয়েছে। তাতে রাজনীতির ময়দানে আগের মতো সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে না তাঁকে। কিন্তু ব্যাডমিন্টন কোর্টে কার্যতই ঝড় তুললেন লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। তাঁর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। (Viral Video)
খাতায় কলমে না হলেও, অলিখিত ভাবে দুই ছেলের হাতে রাজনৈতিক উত্তরাধিকার তুলে দিয়েছেন লালু। তার পরও রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো হিসেবে বিজেপি বিরোধী জোটের বৈঠকে সম্প্রতি অংশ নিতে দেখা গিয়েছিল তাঁকে। এবার দেখা মিলল একেবারে ব্যাডমিন্টন কোর্টে।
এমনিতে সাদা কুর্তা-পাজামা বা ধুতি-কুর্তা পরে দেখা গেলেও, ব্যাডমিন্টন কোর্টে ট্র্যাক প্যান্ট, পোলো টিশার্ট আর স্যান্ডাল পরে র্যাকেট এবং শাটল হাতে দেখা গেল লালুকে। বাঁ হাতে আলগোছে ছুড়ে দিলেন শাটল, ডান হাতের র্যাকেট এমন চালালেন যে মুহূর্তে নেট পার। তাতেই ছেলেমানুষের মতো কার্যত খিলখিল করে হেসে উঠলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু। পরের মুহূর্তেই আবার ওপার থেকে আসা শাটল ফেরত পাঠালেন।
View this post on Instagram
ব্যাডমিন্টন কোর্টে লালুর ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁর ছেলে, বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। ব্যাকগ্রাউন্টে বাজছে মহম্মদ রফির গাওয়া ‘ঢল গয়া দিন, হো গয়ি শাম’।লালুর ওই ভিডিও পোস্ট করে তেজস্বী লেখেন, ‘ভয়ে পেতে শেখেননি, শেখেননি মাথা নোয়াতে। লড়াই করে এসেছেন, লড়ই করে যাবেন। জেলে যাওয়ার ভয় নেই। শেষ পর্যন্ত জয়ী হবেনই’।
পশুখাদ্য দুর্নীতি মামলায় দীর্ঘ আইনি টানাপোড়েন, জেলপর্ব কাটিয়ে জামিনে বাইরে বেরিয়েছেন লালু। সেই প্রসঙ্গেই তেজস্বীর এমন মন্তব্য বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে বিজেপি লালুকে হেনস্থা করছে বলে আগাগোড়াই অভিযোগ তুলে আসছেন তেজস্বী এবং RJD.
দীর্ঘ সাত মাস বিহারে ছিলেন না লালু। গত বছর ডিসেম্বরে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন হয় তাঁর। মেয়ে রোহিণী কিডনি দেন বাবাকে। দেশে ফেরেন এ বছর ফেব্রুয়ারিতে। তার পর দিল্লিতে বড় মেয়ে মিশা ভারতীর বাড়িতে ছিলেন।