Modi 3D Selfie Booth: মোদির কাটআউট বসিয়ে 3D সেলফি বুথ, শুধু সেন্ট্রাল রেলেরই ৫০টি স্টেশনে, খরচের অঙ্ক জানাল রেল
Indian Railways: অবসরপ্রাপ্ত এক রেলকর্মীই তথ্য জানার অধিকারে স্টেশনে স্টেশনে সেলফই বুথ তৈরির খরচ জানতে চেয়েছিলেন তথ্য জানার অধিকার আইনে।
নয়াদিল্লি: রেল স্টেশনে সেলফি বুথ বসাতে এক একটির পিছনে খরচ হয়েছে ৬.২৫ লক্ষ টাকা, তথ্য জানার অধিকার আইনে জানাল সেন্ট্রাল রেলওয়ে। বলা হয়েছে, দেশের একাধিক রেল স্টেশনে সেলফি বুথ তৈরি করা হয়েছে। সেখানে বসানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মূর্তির কাটআউট, যাতে রেলযাত্রার আগে বা পরে প্ল্যাটফর্মে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে সেলফি তুলতে পারেন ভারতীয়রা। (Modi 3D Selfie Booth)
অবসরপ্রাপ্ত এক রেলকর্মীই তথ্য জানার অধিকারে স্টেশনে স্টেশনে সেলফই বুথ তৈরির খরচ জানতে চেয়েছিলেন তথ্য জানার অধিকার আইনে। সেন্ট্রাল রেলওয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার অভয় মিশ্র তার জবাবে জানিয়েছেন, মুম্বই, ভূসাবল, নাগপুর, পুণে এবং সোলাপুর, এই পাঁচ ডিভিশনের ৫০টি স্টেশনে মোদির কাটআউট-সহ 3D সেলফি বুথ তৈরি করা হয়েছে। (Indian Railways)
সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, স্টেশনগুলিতে স্থায়ী এবং সাময়িক, দুই ধরনের সেলফি বুথ তৈরি করা হয়েছে স্টেশনগুলিতে। স্থায়ী সেলফি বুথগুলির এক একটির পিছনে খরচ হয়েছে ৬.২৫ লক্ষ টাকা। যেগুলি অস্থায়ী বুথ, সেগুলির এক একটি তৈরি করতে ১.২৫ লক্ষ টাকা করে খরচ পড়েছে।
আরও পড়ুন: Viral Video: আকাশ ছেড়ে মাটিতে নামতেই বিপত্তি, গলে পার হতে গিয়ে উড়ালপুলে আটকে গেল আস্ত বিমান
সেন্ট্রাল রেলওয়ের তরফে যে তথ্য দেওয়া হয়েছে, তা হল, এই ৫০টি স্টেশনের মধ্যে ৩০টি স্টেশন A ক্যাটেগরির, যার মধ্যে রয়েছে ছত্রপতি শিবাজি টারমিনাস, কল্যাণ, নাগপুর, বেতুল, সেখানে অস্থায়ী সেলফি বুথ তৈরি করা হয়েছে। কাজরাত, কাসারা, কোপারগাঁওয়ের মতো C ক্যাটেগরির ২০টি স্টেশন রয়েছে। সেখানে স্থায়ী সেলফি বুথ তৈরি করা হয়েছে, যার জন্য অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন।
সেন্ট্রাল রেলওয়ে যে হিসেব দিয়েছে, সেই অনুযায়ী দেশের ৫০টি স্টেশনে স্থায়ী এবং অস্থায়ী সেলফি বুথ তৈরিতে খরচ হয়েছে ১.৬২ কোটি টাকা। স্থায়ী বুথ তৈরিতে খরচ হয়েছে ১.২৫ কোটি এবং অস্থায়ী বুথ তৈরিতে ৩৭.৫ লক্ষ টাকা খরচ হয়েছে। খরচ-খরচার বিশদ তথ্য প্রকাশ না করলেও, নর্দার্ন রেলওয়ে জানিয়েছে, ১০০টি স্টেশনে প্রধানমন্ত্রীর কাটআউট-সহ সেলফি বুথ তৈরির পরিকল্পনা রয়েছে। কোথাও কোথাও একটি স্টেশনে একাধিক সেলফি বুথ থাকবে। দেহরাদূণ, অম্বালা, নয়াদিল্লি, অমৃতসর, অযোধ্যা, চণ্ডীগড়ের মতো স্টেশনে, তিনটি করে সেলফি বুথ থাকবে। আটটি সংস্থাকে এর বরাত দেওয়া হয়েছে।
সাদার্ন এবং ওয়েস্টার্ন রেলওয়ের তরফে এখনও পর্যন্ত বিশদ খোলসা করেনি। তবে সাদার্ন রেলওয়ের তিরুচিরাপল্লি ডিভিশন জানিয়েছে, আপাতত ১১টি স্টেশনে প্রধানমন্ত্রীর কাটআউট-সহ সেলফি বুথ তৈরির পরিকল্পনা গৃহীত হয়েছে, তিরুচিরাপল্লি, তিরুভারুর, ভেলোর রয়েছে তার মধ্যে। ওয়েস্টার্ন রেলওয়ের তরফে শুধুমাত্র একটি ডিভিশনই উত্তর দিয়েছে। তারা জানিয়েছে, ৪ ডিসেম্বর পর্যন্ত ভাবনগর, ভেরাভাল, বোতাড়, গাঁধীগ্রাম এবং ধান্ধুকা স্টেশনে মোদির কাটআউট-সহ সেলফি বুথ তৈরি করা হয়েছে।
বিষয়টি সামনে আসতেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘স্টেশনে স্টেশনে মোদিজি-র 3D সেলফি পয়েন্ট তৈরি করে জনগণের টাকা মুড়ি-মুড়কির মতো নষ্ট করা হচ্ছে। রাজ্যগুলিকে খরা এবং বন্যার ক্ষয়ক্ষতির টাকা না দিয়ে, এভাবে টাকা নষ্ট হয়ে চলেছে। বিরোধীশাসিত রাজ্যগুলির ১০০ দিনের কাজের টাকাও আটকে রাখা হয়েছে। কিন্তু সস্তার ভোটপ্রচারে জনগণের টাকা ওড়ানোর ঔদ্ধত্য রয়েছে কেন্দ্রের’। এ নিয়ে কেন্দ্রের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।