Russia Ukraine Conflict: ইউক্রেনের জনবসতিপূর্ণ শহরে রুশ বোমাবর্ষণ, কিভ-কে ঘিরল বিশাল সেনা কনভয়
Russia Ukraine Conflict: বৈঠকের পরেই ইউক্রেনে ফের রুশ হানা। কিভে পরপর হামলা চালাল রুশ বায়ুসেনা। পাল্টা রুশ এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিল ইউক্রেন।
কিভ: বেলারুশে ইউক্রেনের সঙ্গে শান্তি-আলোচনা ব্যর্থ হওয়ার পর আরও বড়সড় হামলার ছক রাশিয়ার। ৬৪ কিলোমিটার লম্বা সেনা কনভয় নিয়ে কিভের পথে এগোচ্ছে রাশিয়া, উপগ্রহ চিত্রে ধরা পড়ল ছবি। ভোলিন, টার্নোপিল, রিভনে ওব্লাস্ট-সহ ইউক্রেনের একাধিক শহরে জারি হয়েছে এয়ার রেড অ্যালার্ট। বৈঠকের পরেই ইউক্রেনে ফের রুশ হানা। কিভে পরপর হামলা চালাল রুশ বায়ুসেনা। পাল্টা রুশ এয়ার ডিফেন্স সিস্টেম উড়িয়ে দিল ইউক্রেন।
এদিকে, কিভ এলাকা ইতিমধ্যেই ঘিরে ধরেছে রাশিয়ার বৃহত্তম সেনা কনভয়। পাশাপাশি জনবসতিপূর্ণ এলাকায় চলছে অবিরাম গুলি-বোমাবর্ষণ। প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, খারকিভে শান্তিপূর্ণ জনবহুল এলাকায় রকেট হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সংবাদ সংস্থার দাবি, খারসন শহরেও হানা দিয়েছে রুশ সেনা। এই পরিস্থিতিতে যে সমস্ত বিদেশি নাগরিকরা স্বেচ্ছাসেবী হিসেবে ইউক্রেনের হয়ে যুদ্ধে লড়তে চান তাঁদের ভিসা নিয়ন্ত্রণ তুলে নেওয়ার জন্য ডিক্রি জারি করলেন জেলেনস্কি।
অন্যদিকে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে কোপের মুখে পড়েছে রাশিয়া। আন্তর্জাতিক আইস হকি ফেডারেশন কাউন্সিল রাশিয়া এবং বেলারুশের সমস্ত জাতীয় দল ও ক্লাবকে সাসপেন্ড করেছে। ২০২৩-এ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ হওয়ার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে।
আরও পড়ুন, রুশ বোমায় ধুলিস্মাৎ বাড়ি, কান্নাভেজা চোখে জাতীয় সঙ্গীত গেয়ে চলেছেন ইউক্রেনিয়ান মহিলা
পাশাপাশি, আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির সুপারিশে রাশিয়া ও বেলারুসকে সাসপেন্ড করেছে বিশ্ব রাগবি সংস্থা। রুশ আগ্রাসনের বিরোধিতায় ওয়াল্ট ডিজনি সংস্থা রাশিয়ায় ফিল্ম পাঠানো বন্ধ রাখার কথা ঘোষণা করেছে। ওয়ার্নার ব্রাদার্সের নতুন ছবি ‘দ্য ব্যাটম্যান’ মুক্তি পেল না রাশিয়ায়।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ বন্ধ করে আলোচনার পথে ফেরার বার্তা দিল ভারত। ইউক্রেন ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার ১১তম জরুরি বিশেষ অধিবেশনে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেন, ভারতের ধারাবাহিক অবস্থান, বিবাদের শান্তিপূর্ণ নিষ্পত্তি। আমরা বিশ্বাস করি, কূটনৈতিক পথে ফো ছাড়া আর কোনও বিকল্প নেই। ইউক্রেনে এখনও অনেক ভারতীয় আটকে আছেন।তাঁদের অবিলম্বে এবং জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনার জন্য ভারত সবরকম চেষ্টা করছে। এই গুরুত্বপূর্ণ মানবিক সঙ্কটের অবিলম্বে সমাধান হওয়া উচিত। একইসঙ্গে ভারতীয় নাগরিকদের জন্য সীমান্ত খুলে দেওয়া তাঁদের উদ্ধারের সুযোগ দেওয়ার জন্য ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিকে ধন্যবাদ জানান রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী রাষ্ট্রদূত। এ ব্যাপারে ভারত প্রতিবেশী ও উন্নয়নশীল দেশগুলিকে সাহায্যও করতে প্রস্তুত বলে তিনি জানান।