Russia Ukraine War: 'বেওয়ারিশ' বাসিন্দাদের মৃতদেহ রাশিয়ার দখলমুক্ত করল ইউক্রেন
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল, ইরিনা ভেনেডিক্টোভা রবিবার জানান,কিভ থেকে সম্প্রতি রাশিয়ার সেনাবাহিনীর ৪১০ জন ইউক্রেনের নাগরিকের দেহ ফিরিয়ে দিয়েছে।
নয়াদিল্লি: ৪১০ জন নাগরিকের মৃতদেহ রাশিয়ার (Russia) থেকে দখলমুক্ত করল ইউক্রেন(Ukraine)। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল, ইরিনা ভেনেডিক্টোভা রবিবার জানান,কিভ থেকে সম্প্রতি রাশিয়ার সেনাবাহিনীর ৪১০ জন ইউক্রেনের নাগরিকের দেহ ফিরিয়ে দিয়েছে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, ৪১০ জন ইউক্রেনবাসীর দেহ উদ্ধার করা হয়েছে কিভ থেকে। যার মধ্যে ইতিমধ্যে ১৪০ জনের দেহ পরীক্ষা নিরীক্ষা করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।
দেহ দখলমুক্ত করল ইউক্রেন: গত সপ্তাহে কিভের উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ইউক্রেন। বুচা শহরের মেয়র আনাতোলি ফেডোরুক শনিবার এএফপিকে বলেন, ২৮০ জনকে গণ কবর দেওয়া হয়েছে। এমনকী রাস্তায় মৃতদের দেহ ছড়িয়ে রয়েছে এমন ছবিও দেখা গেছে। এএফপি সূত্রে খবর, শনিবার বুচায় দেখা যায় অন্তত ২০ জনের দেহ পড়ে রয়েছে রাস্তায়। মৃতদের মধ্যে একজনের অস্ত্র ছিল। গতকাল ৫৭ জনের সৎকার করা হয়েছে বলে খবর। যদিও নাগরিকদের হত্যার বিষয়ে অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রক রবিবার দাবি করেছে, কোনওরকম সন্ত্রাসের শিকার হয়নি সাধারণ মানুষ।
ইউক্রেনে রুশ হামলা অব্যাহত। প্রত্যাঘাত ইউক্রেনীয় সেনার। এবার ওডেসা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল রুশ সেনা। গোলাবর্ষণের জেরে বেশ কয়েক জায়গায় আগুন ধরে যায়। বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। তবে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যেই স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে ইউক্রেন। তাদের দাবি, লুহানস্ক অঞ্চলের একলক্ষেরও বেশি বাসিন্দাকে ফের গ্যাস সরবরাহ করা সম্ভব হয়েছে। এর আগে রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয় গ্যাস পাইপ লাইন। ফলে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
রাস্তায় মৃতদেহর সারি: শনিবার বুচায় রয়টার্সের সাংবাদিকরা রাজধানী কিভ থেকে ৩৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে শহরের রাস্তায় মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। একটি গির্জা সংলগ্ন জমিতে একটি গণকবর দেখেন তাঁরা। যাঁর উপরে লাল মাটির স্তুপ। ম্যাক্সার টেকনোলজিস, যেটি ইউক্রেনের এই স্যাটেলাইট চিত্রটি সংগ্রহ করে এবং প্রকাশ করে, তারা জানিয়েছে, চার্চ অফ সেন্ট অ্যান্ড্রু এবং পাইয়েরভোজভানহো অল সেন্টস-এ গণকবর খনন করতে প্রথম ১০ মার্চ দেখা গিয়েছিল।
আরও পড়ুন: Pakistan Caretaker PM : পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আজমত সইদের নাম দিল ইমরান খানের দল